পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। >ፄ তথাহি ত্ৰগোবিন্দকবিরাজকৃত- ' ... • সঙ্গীতমাধবনাটকে ॥ পাতালে বাস্থকিবক্তা স্বর্গে বক্তা বৃহস্পতিঃ । গৌড়ে গোবৰ্দ্ধনে দাতা খণ্ডে দামোদরঃ কবিঃ ॥ দামোদর-কবি মহাযুক্তিপরায়ণ । কোনরূপে লঙ্ঘিতে নারয়ে কোন জন ॥ এক দিগ্বিজয়ী অল্পে পরাভব হৈয়া । অপুত্ৰক হও শাপ দিল দুঃখ পাঞ ॥ দামোদর প্রসন্ন করিল নানামতে । তেঁহ কহে হ’বে কন্যা ধন্য সে জগতে ॥ জন্মিব তাহার গৰ্বে পুত্র-রত্নদ্বয় । মে দু হ প্রভাবে হ’বে অমঙ্গল ক্ষয় ॥ বিপ্রবরে সুনন্দ নামেতে হৈল কম্বা । দিনে দিনে বাঢ়ে মহারূপে গুণে ধন্ত ॥ খণ্ডবাসী নারীগণ সবে প্রশংসয় । হইল বিবাহযোগ্য পাত্র অন্বেষয় ॥ দামোদর-কবিরাজ মহাভাগ্যবান । চিরঞ্জীবসেনে কৈল কন্যা সম্প্রদান ॥ গ্রন্থের বাহুল্যভয় উপজয়ে চিতে । বিবাহকৌতুক তেঞি নারি বিস্তারিতে ॥ ভাগীরথী-তীরে গ্রাম কুমারনগর । অনেক বৈষ্ণব তথা বসতি সুন্দর ৷ সেই গ্রামে চিরঞ্জাবসেনের বসতি । বিবাহ করিয়া গণ্ডে করিলেন স্থিতি ॥ কি কহিব চিরঞ্জীবসেনের আখ্যান । খণ্ডবাসী সবে জানে প্রাণের সমান ॥ শ্রীচৈতন্যপ্রভুর পার্ষদ বিজ্ঞবর । নিরস্তর সঙ্কীৰ্ত্তনে উন্মত্ত অন্তর ॥ খণ্ডবাসী চিরঞ্জীব বিদিত সৰ্ব্বত্র। দীনহীনে কৈল ঘেঁহ ভক্তিরস-পাত্র। চৈতন্যচরিতামৃতে প্রভুর মিলনে । বৰ্ণিলেন খণ্ডবাসী চিরঞ্জীবসেনে ॥ [ 0 }