পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8。 - ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । লক্ষ লক্ষ কোকিল কুহরে নিরন্তর ॥ এক দিন কৃষ্ণ এই বনেতে আসিয়া । কোকিল সদৃশ শব্দ করে হর্ষ হৈয়। ॥ সকল কোকিল হৈতে শব্দ সুমধুর। যে শুনে বারেক তার ধৈর্থ যায় দূর ॥ জটিল কহয়ে বিশাখারে প্রিয় বাণী । কোকিলের শব্দ ঐছে কভু নাহি শুনি ॥ বিশাখা কহয়ে এই মে। সভার মনে । যদি কহ এ কোকিলে দেখি গিয়। বনে ॥ বৃদ্ধ। কহে যাও শুনি উল্লাস অশেষ । রাই সখী সহ বংগ করিলা প্রবেশ ॥ হৈল মহাকৌতুক সুখের সীমা লই । সকলেই অtসিয়া মিলিলা এক ঠাই ॥ কোকিলের শব্দ কৃষ্ণ মিলে রাধিকারে । এ হেতু কোকিলাবন কহয়ে ইহারে ৷ আহে শ্ৰীনিবাস দেখ তা জনক গ্রাম । এথ রাধাকৃষ্ণের বিলাদ অনুপম ॥ স্ত্রীরাধিক। নিজবেশ করয়ে নির্জনে হইলা ভূষিত নানা রত্নাদি ভূষণে ॥ কেশবন্ধনাদি করি অঞ্জল পরিতে । অকস্মাৎ বংশীধ্বনি প্রবেশে কৰ্ণেতে ॥ সেই ক্ষণে শ্রীরাধিক। সখীগণ সঙ্গে। এথা আসি কৃষ্ণে মিলিলেন মহরিঙ্গে ॥ আগুসরি আনি কৃষ্ণ বিহ্বল হইলা । বৃন্দাবিরচিত পুষ্পগনে বগাইলা ॥ দেখে অঙ্গ শোভ। নেত্ৰে ন দেখে অঞ্জন । জিজ্ঞালিতে বৃত্তান্ত কহিলা সখীগণ ॥ রসের তাবেশে কৃষ্ণ অঞ্জন লইয়। দিলেন রাধিক নেত্ৰে মহ হৰ্ষ হৈয়া ॥ অঞ্জনের ছলে নানা পরিহাস কৈল । এ হেতু এ স্থান নাম তাজনক হৈল ॥ এই বিদ্ধ্যদ্বারি গ্রাম বিজে তারি কয় । এ গ্রাম প্রসঙ্গ শুনি কেবা ন ত্রবয় ॥ অহে শ্ৰীনিবাস ব্রজে তক্রর আসিতে । হৈল এই ধ্বনি ভাইল রামকৃষ্ণে নিতে ॥ রাত্রি বাস আনন্দে । করিয়া নন্দালয়ে । নন্দাদিক সহ প্রাতে মথুর। চলয়ে ॥ ব্রজ