পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । 89 শূন্য হৈল রামকৃষ্ণের গমনে । কহিতে কি তাহা যে দেখিল সেই জানে ॥ কৃষ্ণেরে দেখিতে ধায় ব্রজাঙ্গনীগণ । নদীর প্রবাহ প্রায় বীরয়ে নয়ন ॥ সে দশা দেখিতে দারু পাষাণ বিদরে । লক্ষ লক্ষ মুখে তা বণিতে কেহ নারে । চতুর্দিকে ব্যাকুল কৃষ্ণের প্রিয়াগণ এথা কৃষ্ণ রথেতে করিলা আরোহণ ৷ কৃষ্ণমুখ পদ্মে গোপী নেত্র সমপিল । * হ হ প্রাণনাথ বলি মূচ্ছিত হইল ॥ স্থির বিজুরির পুঞ্জ আকাশ হইতে । ঘৈছে পড়ে তৈছে গোপী পড়ে পৃথিবীতে ॥ বিজুরির পুঞ্জ জ্ঞান হইল সভার । এই হেতু বিজোআরিনৈাম সে ইহার ॥ পরশে মাম গ্রাম এই দেখহ অগ্রেতে। পরশে নাম হৈল যৈছে কহি সঙ্ক্ষেপেতে ॥ রথে চঢ়ি কৃষ্ণ মথুরায় যাত্র কৈলা গোপিকার দশ। দেখি ব্যাকুল হইলা ॥ লোক,দ্বারে কহিলেন শপথ খাইয়া । কালি পরশ্বের মধ্যে মিলিব আসিয় ॥ এ হেতু পরশোনাম হুইল ইহার"। কহিতে না জানি যৈছে চেষ্টা গোপিকার ॥ প্রশো নিকট এই শী নামেতে গ্রাম । সঙেক্ষপে কহিয়ে যৈছে হুইল শী নাম ॥ এথা কৃষ্ণচন্দ্র ধৈর্য্য ধরিতে না পারে। গোপিকার দশা দেখি কহে বারে বারে ॥ মথুরা হইতে শীঘ্ৰ করিব গমন । এই হেতু শীঘ্র শী কহয়ে সৰ্ব্বজন ॥ রথে চঢ়ি কৃষ্ণচন্দ্র চলে মথুরায়। কৃষ্ণ বিনা গোপীগণ হৈল। মৃতু্য প্রায় ॥ অসংখ্য গোপীর নেত্র অঞ্জন সহিতে । নেত্র অশ্রু বুক বাহি পড়ে পৃথিবীতে ॥ একত্র হইয়া জল চলে নদী পারা। সবে কহে এই হয় যমুনার ধারা ॥.এই গোপিকfর প্রেম তাশ্রময় স্থান । আহে শ্ৰীনিবাস এ দেখয়ে ভাগ্য