পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२8७ ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ । বার বীর । রাধিকার রাজ্যে কে করয়ে অধিকার ॥ঐছে কত কহি ললিতাদি সখীগণ । রাধিকারে উমরাও কৈলা সেইক্ষণ ॥ উমরাও যোগ্য সিংহাসনে বসি রাই। সখীগণ প্রতি কহে চতুদিকে চাই । মোর রাজ্যে অধিকার করে যেই জন । পরাভব করি ভরে তানি এই ক্ষণ ॥ শুনি সজ্জ হৈয়া চলে যুদ্ধ করিবারে । বৃন্দ বিনিৰ্ম্মি ত পুষ্পযষ্টি লৈয়া করে ॥ সহস্ৰ সহস্ৰ সখী চলে চারি ভিতে। স্বল৷দি সখা তাহ দেখে দূর হৈতে। মধুমঙ্গলেরে না কহিয়। পলাইল । কোন সখী গিয়া মধুমঙ্গলে ধরিল ॥ পুষ্পমালা দিয়া হস্ত বন্ধন করিলা । উমরাও পাশে শীঘ্ৰ লইয়া আইলা । দেখি মধুমঙ্গলে কহয়ে বার বার । কার রাজ্যে করাও কাছার অধিকার । তোমা সব সহ দণ্ড দিব সে রাজারে । যেন ঐছে কৰ্ম্ম আর কতু নাহি করে ॥ শুনি মধু কহয়ে করিয়া মুণ্ড হেট । ঐছে দণ্ড কর যাতে ভরে মোর পেট ॥ উমরাও কহে এই পেটার্থি ব্রাহ্মণে । ছাড়ি দেহ যাউক রাজার সন্নিধানে ॥ খীগণ দিল মধুমঙ্গলে ছাড়িয়া । বন্ধন সহিত মধু চলিল ধাইয়ু ॥ মছাদপে রাজা বসি রাজসিংহাসনে । মধুমঙ্গলেৰে কহে ঐছে দশা কেনে ॥ বিমর্শ হষ্টয়া মধু কহে বীর বীর । তোমারে করিনু রাজা এই ফল তার ॥ তেই উমরাও তার প্রতাপ অপার । তুমি কি করিবে র্তর রাজ্যে অধিকার ॥ যে কন্দপ জগতের ধৈর্য্য ধন হরে । সে কন্দৰ্প কঁপি তার নেত্র ভঙ্গি দ্বারে ॥ তাহতে মানহ তুমি আমার বচন । নজঙ্গ সমৰ্পি লেহ ভঁছার শরণ। কৃষ্ণ কহে মধু যে কহিলা সৰ্ব্বোপরি । তোমারে বন্ধিল দুঃখ সহিতে