পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । :8ግ ন পারি ॥ মধু কহে তোমার মঙ্গল মাত্র চাই । অপমান হইলেও কোন দুঃখ নাই ॥ এত কহি কৃষ্ণ হস্ত করি আকর্ষণ । রাধিকার নিকটে আইলে সেই ক্ষণ ॥ প্রাণনাথ গমন দেখিয়া সুখে রাই। হইলেন অধৈৰ্য্য লজ্জার সীমা নাই ॥ উমরাও বেশ রাই ঘুচাইতে চtয় । সখী কহে এই বেশে রহিবে এথায় ॥ রাধিকার ঐছে বেশ কৃষ্ণ দেখি দূরে ৷ হইল অধৈৰ্য্য ধৈর্য্য ধরিতে না পারে ৷ কৃষ্ণচেষ্টা দেখি মধু উল্লাস হিয়ায় । রাধিক সমীপে কৃষ্ণে অনিল ত্বরায় ॥ রাধিক দক্ষিণ পাশে কৃষ্ণে বসাইল । কৃষ্ণ বামে রাই কি অদ্ভুত শোভা হৈল । রাধিকার প্রতি মধু কহে বার বার। এবে কৃষ্ণ দেহ রাজ্যে কর অধিকার ৷ কৃষ্ণ যে দিবেন এক অলিঙ্গন রত্ন । মো তোমার ভেট তা লইবে করি যত্ন ॥ শুনি মধু বচন ললিত। হাদি সুখে । দিলেন মোদক মধুমঙ্গলের মুখে ॥ মধু কহে কৈল দোষ বান্ধিলা আমায়। ফুছে লক্ষ লড ভুঞ্জাইলে দোষ যায় ॥ এত কহি ভঙ্গি করি মোদক ভুঞ্জrয ! সখী স্তবেষ্টিত দুহু শোভা নিরীক্ষয়ে । মোদক ভুঞ্জি ; মধর ভীমে । বহু কাৰ্য্য তাছে বলি চলয়ে উল্লাগে । উমর ও রাজা দোহে নিকুঞ্জ ভবনে। করিলা প্রবেশ অতি উল্লসিত মনে ॥ ই ত সমরে দেহে শ্রায়ুক্ত ভৈলা । বিপধ কৌতুকে সখীশ্রম দুর কৈলা ৷ আহে শ্ৰীনিবালা রঙ্গ কহিতে কি আর । উমরাও নাম গ্রাম এ হেতু ইহার ॥ বৃষভানু কিশোরীর প্রিয় অতিশয় । এই যে কিশোরী কুণ্ড সদা শোভাসয় ॥ দেখি এ অপূৰ্ব্ব বন মহাহৰ্ষ মনে ।