পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8ઇજ - ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ । লোকনাথগোস্বামী ছিলেন এই খানে ॥ যে বৈরাগ্য র্তার ত৷ কহিতে অন্ত নাই । শ্রীরাধাবিনোদ কৃপা কৈলা এই ঠাই ॥ ফল মূল শাক অন্ন যবে যে মিলয় । যত্নে তাহ শ্রীরাধাবিনোদে সমপয় ॥ বর্ণাশীতাদিতে এই বৃক্ষ তলে বাস। সঙ্গে জীর্ণকথা অতি জীর্ণ বহিৰ্ব্বাস ॥ আপনি হইত। সিক্ত অতিবৃষ্টি নীরে । ঠাকুরে রাখিত। এই বৃক্ষের কোটরে ॥ অন্য সময়েতে জীর্ণ বোলায় লইয়া। রাখিতেন বক্ষে অতি উল্লসিত হিয়া ॥ শ্ৰীগৌরচন্দ্রের লীলা করিয়া স্মরণ ৷ হইল ব্যাকুল এথা করিত ক্ৰন্দন ॥ ঐছে কত কহি ধৈর্য্য ধরিতে না পারে। রাঘবপণ্ডিত নেত্র জলেই সীতারে ॥ শ্ৰীনিবাস নরোত্তম ধূলায় লোটায় । ছাড়ে দীর্ঘশ্বাস ভাসে নেত্রের ধারায় ৷ কত ক্ষণে শ্ৰীপণ্ডিত সুস্থির হইয়া । দোহে স্থির করি আগে চলে দোহে লৈয় ॥ পণ্ডিত কহয়ে নরীদেমরা এ গ্রাম । শ্যামী কিন্নরা এ গ্রামের পূর্ব নাম ॥ রাধিকার মানভঙ্গ উপায় না দেখি এই খানে শ্ৰীকৃষ্ণ হুইলা শ্যামাসখী । (বীণাষন্ত্র বাজী ইয়া আইলা এখায় ) ঐরাধিক কহে এ কিমনী সৰ্ব্বথায় ; শুনি বীণাবাদ্য রাই বিহ্বল হইল। নিজ রত্নমালা তার গলে পরাইল ॥ কিন্নরী কহয়ে মানরত্ব মোরে দেহ । অনুগ্রহ করিয়। অপেন করি লেহ ॥ এ বাক্য শুনিয়া রাই মন্দ মন্দ হাসে । দূরে গেল মীন মগ্ন হইল। উল্লাসে ॥ এইরূপে এ দুই গ্রামের নাম হয় । এথা এই দেবীর প্রভাব অতিশয় ॥ আহে শ্ৰীনিবাস আগে দেখ ছত্র বন । এই খানে হৈল। রাজী' ব্ৰজেন্দ্রনন্দন ॥ কৃষ্ণ রাজা হৈলে কিছু দিনে পৌর্ণমালী !