পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५¢२, ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । ছলে ঐরাধিক দিয়া দরশন। প্রবোধিলা শ্রীরূপে জানিলা সনাতন ॥ আহে শ্ৰীনিবাস যৈছে শ্রীরূপের ধৈর্য্য। বুৈষঃৰসমাজে ব্যক্ত হইল আশ্চৰ্য্য ৷ এক দিন রাধাকৃষ্ণ বিচ্ছেদ কথাতে । কান্দয়ে বৈঞ্চব খুচ্ছাগল পৃথিবীতে ॥ অগ্নিশিখা প্রায় জলে রূপের হৃদয় । তথাপি বাহিরে কিছু প্রকাশ না হয় ॥ কারু দেহে শ্রীরূপের নিশ্বাস স্পশিল । অগ্নি দগ্ধপ্রায় তার দেহে ব্ৰণ হৈল ॥ দেখিয়া সবার মনে হৈল চমৎকার । ঐছে ক্রীরূপের ক্রিয়। কহিতে কি অীর ॥ কি কহিব যত সুখ এই নন্দীশ্বরে । এত কহি চলে গোস্বামির শ্ৰীকুটীরে ॥ তথা বিপ্র শ্ৰীগোপাল মিশ্র সুচরিত্র। সনাতন গোস্বামির পুরোহিত পুত্ৰ ॥ শ্ৰীসনাতনের শিয্য সৰ্ব্বাংশে সুন্দর। এ সবে দেখিতে র্তার উল্লাস অন্তর । শ্রীউদ্ধব দাস মাধবাদি যে যে ছিল । পরস্পর মিলি সবে মহা হৰ্ষ হৈল ॥ ব্ৰজবাসিগণ অতি উল্লসিত মনে i ভক্ষণ সামগ্ৰী অনাইলা সেই ক্ষণে ॥ সে দিবস তথা মহা মহোৎসব হৈল । (নামসঙ্কীর্তনে সবে রাত্রি গোঙাইল ) এ হেন অপূর্ব কথা যে করে শ্রবণ । অচিরে মিলয়ে তীরে কৃষ্ণ প্রেমধণ ॥ শ্ৰীগোপাল দাস আদি যত বিজ্ঞবর ৷ হইল সবার মহাউল্লাস অন্তর ॥ শ্রীরাঘব দেহে লৈয় রজনি প্রভাতে । বিদায় হইয়া ঘলে পরিক্রম। পথে ॥ ঐ পণ্ডিত শ্ৰীনিবাস মরোত্তমে কয় । আগে এই দেখহ বৈঠ।ন গ্রাম হয় । যবে যে করয়ে পরামর্ষ গোপগণ । এই খনে অtসিয়া বৈসয়ে সৰ্ব্বজন ॥ গোপগণ বৈসে এই হেতু এ বৈঠান । এবে লোকে কহে ছোট বড় ছুই নাম ॥ ব্রজবাসিমেহে