পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নীকর । ఫిa ని বদ্ধ হৈয়া বর্ষ মনে । সনাতন গোস্বামী ছিলেন এই থানে ॥ যেরূপে রহিল এথা সে চারু চরিত্র । কহিয়ে কিঞ্চিৎ যাতে জগৎ পবিত্ৰ ॥ সনাতন গোস্বামী এ ব্রজবাপিগণে । নিরস্তর প্রাণের অধিক করি মানে ॥ ব্রজ পরিক্রম যবে করেন গোসাই । গ্রামে গ্রামে রহে সে সুখের সীমা নাই ॥ এক গ্রামে রহি অfর গ্রামে যবে যায় । গ্রামবাসী লোক গোস্বামির পাছে ধায় ॥ কিবা বাল বৃদ্ধ কেহ ধৈৰ্য্য নাহি মনে । গোস্বামির বিচ্ছেদে কান্দয়ে সৰ্ব্বজনে ॥ সনাতন গোস্বামী ও ক্রন্দন করিয়া। নিজ নিজ গৃহে পাঠায়েন প্রবোধিয়া ॥ ক্ৰন্দন সম্বরি সবে নিজ গৃহে গেলে । তবে সনাতন অন্য গ্রামে শীঘ্ৰ চলে ॥ যে গ্রামে যাইব সেই গ্রামবাসিগণ । দূরে হৈতে দেখে সনাতনের গমন ॥ কিবা বtল বৃদ্ধ যুবা স্ত্রী পুরুষগণে সবে কহে ঐ দেখ রূপসন তনে ॥ ব্রজবালিগণের অদ্ভুত স্নেহ হয়। রূপে দেখিলেও রূপ সনাতন কয়। গ্রামিলোকগণ কেহ স্থির হৈতে নারে । অtগুদরি চলে সনাতনে অনিবারে ৷ বহু রত্ন লভ্যে দরিদ্রের স্থখ যৈছে । সনাতন দর্শনে সবার স্থখ তৈছে । অতি বৃদ্ধ বৃদ্ধ যত স্ত্রী পুরুষগণ । পুত্র ভাবে সনাতনে করয়ে, লালন ॥ কেহ কহে অরে পুত্র মোসবে ভুলিয়া । কিরূপে আছিলা কোথ মরি এ চিন্তিয় ॥ ঐছে কহি সবে সনাতনমুখ চাই । আপনা নিৰ্ম্মঞ্ছে মনে মহাসুখ পাই ॥ স্ত্রী পুরুষ যুব যার জন্ম সে গ্রামেতে । তা সবার ভ্রাতৃভাব বিহবল মেহেতে ॥ কেহ কহে ভ্রাতা তুমি আছিল কেমনে । বুঝি মো সবারে কভু ন করিলা মনে ॥ কেনে ভ্রাতা মো সবারে