পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨08 ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । হইলা নির্দয় । ঐছে কত কহে নেত্রে অশ্রুধারা বয় | বালিকা বালক অসি চরণ স্পশিতে । করে নিবারণ সবে নারে নিবারিতে ॥ কিছু দূরে রহিয়া গ্রামের বধূগণ। সঙ্কেচিত হৈয়া সবে করয়ে দর্শন ॥ অহে শ্ৰীনিবাস সনাতনের দর্শনে। প্রণামাদি ক্রিয়া কারু স্মৃতি নাই মনে ॥ গ্রামে প্রবেশিতে যে যে আইসে ধাইয়া । হস্তে ধরি লৈয়া চলে দৃঢ় আলিঙ্গিয় ॥ দিব্য বৃক্ষ তলে সবে মনের উল্লাসে । সনাতনে বগাই বৈসয়ে চারি পাশে ॥. দধি দুগ্ধ নবনীত আদি গৃহ হৈতে। আনে যত্নে সবে সনাতনে ভুঞ্জাইতে ॥ ভোজন কৌতুক সমাধিয়া কত ক্ষণে স্বস্থির হইয়া মুখে বৈসে সর্বজনে ॥ সনাতন গোস্বামী পরম মেহাবেশে । সবে সর্বপ্রকারেই মঙ্গল জিজ্ঞাসে । কার কত কন্যা পুত্র বিবাহ কোথায় । কি নাম কাহার কৈছে প্রবীণ নির্ভtয় ॥ গাভী বৃষাদিক কত কৃষীকৰ্ম্ম কার । কার গৃহে শস্য কত কৈছে ব্যবহার ॥ শরীর আরোগ্য কার কৈছে মনোবৃত্তি । ঐছে জিজ্ঞাসিতে সবে হন হর্ষ অতি ॥ গোস্বামিরে ক্রমে সবে সব নিবেদয় । কারু দুঃখ শুনিতেই মহা দুঃখী হয় ৷ সনাতন প্রবোধে তাহার ছুঃখ ক্ষয় । এ সব প্রসঙ্গে রাত্রি প্রভাত করয় ॥ প্রাতে প্রাতঃক্রিয়ী শীঘ্ৰ করি সনাতন । স্নানাদিক করিতেই আইসে সৰ্ব্বজন ॥ দধি দুগ্ধাদিক সবে শীঘ্ৰ আন আয়ু । সনাতন গোস্বামিরে ভুঞ্জিতে কহয় । ভুঞ্জেন শ্ৰীগোস্বামী সবারে ভুঞ্জাইয়া। দেখয়ে সবার শোভা উল্লসিত হৈয়া ॥ পূর্ব মত গ্রামে হৈতে করিতে গমন । ব্যাকুল হুইয়া কান্দে ব্রজবাসিগণ ॥ যৈছে মেহচধ্য