পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । २¢¢ ত কহিতে অন্ত নাই। বিবিধ প্রকারে সবে প্রবোধে গো#ই । কথো দূর সঙ্গে সবে গমন করিতে। দেন নিজ শপথ সবারে ফিরাইতে ॥ এই রূপে গ্রামে গ্রামে করিয়া ভ্রমণ । তাইসেন বৈঠান গ্রামেতে সনাতন ॥ সনাতনে দেখিয়া গ্রামের লোক যত । যে আনন্দে মগ্ন তা কহিবে কেবা কত ॥ সনাস্তন সবার মঙ্গল জিজ্ঞাসয় । গোঙায়েন দিবা নিশি উল্লাস হিয়ায় ॥ এক রাত্রি বাস এ নিবন্ধ সবে জানে। হইয়া ব্যাকুল তেঞি কহে সনাতনে ॥ কথো দিন থাকিলে সবার ভাল হয় । মান মো সবার কথা না হও নির্দয় ॥ প্রাতঃকালে যাবে এই নিৰ্ব্বন্ধ তোমার । ছাড়হ নিৰ্ব্বন্ধ প্রাণ রাখহ সবার ॥ ঐছে গ্রামবাসী কত কহেন কান্দিয়া । এ হেতু রহিল এথা সবে মুখ দিয়া ॥ বৈঠান গ্রামীয় আর নিকটস্থ যত সবে সনাতন গুণে মগ্ন অবিরত । আহে শ্ৰীনিবাস মহা আনন্দ এথায় । দেখ নীপবন মন মোহয়ে শোভায় ৷ এই কৃষ্ণকুণ্ড এথা কৌতুক অশেষ। এ কুস্তলকুণ্ডে কৃষ্ণ কৈল কেশবেশ ॥ এই বেড়োখোঁর কুঞ্জ ভবন মাঝার । বিলসয়ে দোহে বদ্ধ করি কুঞ্জম্বার ॥ চরণপাহাড়ি এই পৰ্ব্বতের নাম । এথা কৃষ্ণচন্দ্রের কৌতুক অনুপম ॥ সখী স্থবেষ্টিত কৃষ্ণ চড়িয়া পৰ্ব্বতে। গো-গণ চরয়ে দূরে দেখে চারিভিতে ॥ ভুবনমোহন বেশে বংশী করে লৈয়া । দাড়াইলা বৃক্ষতলে ত্রিভঙ্গ হইয়া ॥বংশীবাদ্যারম্ভ মাত্রে জগৎ মাতিল। যে যথা ছিলেন সবে ধাইয়া আইল ॥ (বংশীগান শ্রবণে স্থগিত সবে হৈলা। তুলনা কি গানে এই পৰ্ব্বত উৰিলা ॥) বংশীধ্বনি শুনিয়া যে আইল এথায় । তা সবার