পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SQS2 ভক্তিরত্নাকর। [*थं★ग उद्भन्न । পদচিহ্ন দেখহ শিলায় ॥ শ্ৰীকৃষ্ণের পাদপদ্ম চিহ্ন এ রহিল। এই হেতু চরণপাহাড়ি নাম হৈল ॥ দেখ কৃষ্ণকুণ্ড এই হারোযুtল গ্রাম । এথা বিলসয়ে রঙ্গে রাই ঘনশ্যাম ॥ পাশ খেলইতে রাই কৃষ্ণে হারাইলা । খেলায় হারিয়া কৃষ্ণ মহা লজ্জা পাইলা ॥ ললিতা কহয়ে রাই পাশক ক্রীড়াতে । অনায়সে তুমি হারাইলা প্রাণনাথে ॥ হইল তোমার জিত অনেক প্রকারে । দেখিব কন্দপ যুদ্ধে কেবা জিতে হারে ॥ এত কহি নিকুঞ্জমন্দিরে দোহে ধুইয়া । সখীগণ দেখে রঙ্গ অলক্ষিত হৈয়া ॥ হইল পরমানন্দ কহিতে কি আর । এই হারোয়ালে হয় অস্তুত বিহার ॥ দেখহ সাতোঙ নাম গ্রাম শোভ করে। এথা প্রশস্তনমুনি আরাধে কৃষ্ণেরে । সূৰ্য্যকুণ্ড নন্দনকুপ বাদ্যশিলা আর ॥ অপূর্ব পর্বত এথা কৃষ্ণের বিহার ॥ দেখ পাই গ্রাম রাই সখীগণসনে । কৃষ্ণের অন্বেষণ করি পাইল এখানে ॥ দেখ এ চলনশিলা এথা শ্যামরায় । চলিতে নরয়ে প্রেমে বৈসয়ে শিলায় ॥ দেখহ কামরি গ্রাম কৃষ্ণ এই খানে । কামে ব্যস্ত হৈয়া চাহে রাই পথ পানে ॥ দেখ এ বিছোঁর গ্রাম এথ} চন্দ্রমুখী । কৃষ্ণ সহ মিলয়ে সঙ্গেতে প্রিয়সখী ॥ ক্রীড়াবসানেতে দোহে চলে নিজালয় । বিচ্ছেদপ্রযুক্ত এ বিছোঁর নাম হয় । দেখহ কদম্বখণ্ডী তিলোয়ার গ্রাম। এথ। ক্রীড়ারত নাই তিলেক বিশ্রাম ॥ এই মে শৃঙ্গারবট কৃষ্ণ এই খানে। রাধিকার বেশ কৈল বিবিধ বিধানে ॥ এই দেখ কৃষ্ণের অপূর্ব লীলাস্থান । এবে এ হইল ললাপুর নাম গ্রাম ॥ এই যে বাযেtলী গ্রাম কৃষ্ণাঙ্গ স্থবাসে । ড্ৰমর মাতিব কি জগৎ ধৈর্য্য