পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নীকর । , २५१ নশে ॥ এথ রাধাকৃষ্ণ প্রিয় সখীগণ সঙ্গে । নিরন্তর মগ্ন হেলিখেলাদিক রঙ্গে ॥ অহে দেখ পয় গ্রাম শ্ৰীকৃষ্ণ এখানে। পয়ঃ পান কৈলা কৃষ্ণ সখীগণ সনে ॥ এ কেটের বন কোট বন সবে কয় । এথা সখীসহ কৃষ্ণ স্থখে বিলসয় ॥ এই দধিগ্রামে কৃসঃ দধি লুঠ কৈল । গোপাঙ্গন সহ মহা কৌতুক বাঢ়িল ৷ এই শেমশায়ী ক্ষীর সমুদ্র এথাতে । কৌতুকে শুইলা কৃষ্ণ অনন্ত শয্যাতে ॥ ধ্রীর।ধিক পাদপদ্ম করয়ে সেবন । যে আনন্দ হৈল তাহ না হয় বর্ণন ॥ তথাহি স্তবাবল্যং ব্রজবিলাসে ৯১ শ্লোকঃ ॥ ঘস্য শ্ৰীমচচরণকমলে কে{সলে কোমলাপি ঐরাধেtচ্চৈনিজস্থখ কৃতে সময় স্তী কুচাগ্রে । ভীভtপ্যার দথ নহি দ ধtত্যস্য কার্কশ্যদোষাৎ স শ্ৰীগোষ্ঠে প্রথয়তু সদা শেষণtয়ী স্থিতিং নঃ ॥ এই শেষশায়ী মূর্তি দর্শন করিতে । শ্ৰীকৃষ্ণচৈতন্যচন্দ্র আইলা এথাতে ৷ করিয়া দর্শন মহা কৌতুক বাঢ়িল । সে প্রেম আবেশে প্রভু অধৈৰ্য্য হইল ॥ প্রভুতেজ দেখি ভাগ্যবন্ত লোকগণ । অনন্দে উন্মত্ত নেত্রে ধারা অনুক্ষণ ॥ পরস্পর কহে এ মনুষ্য কভু নয়। সন্ন্যাসির বেশ এ ঈশ্বর সত্য হয় ৷ কেহ কহে আহে ভাই ইথে নাহি আন । এ সন্ন্যাসী এই শেষশায়ী ভগবান ॥ ঐছে কত কহে কেহ স্থির হৈতে মারে। প্রভু-মুখচন্দ্র নিরীখয়ে বারে বারে ॥ অহে শ্ৰীনিবাস প্ৰভু চরিত্র অপার । প্রভু জানাইলে সে পরিয়ে জানিবার ॥ এই দেখ কদম্বকানন মনোহর। এথা বিহুরয়ে রঙ্গে রশিক ( రివి )