২৫৮ ভক্তিরত্নাকর } [ পঞ্চম তরঙ্গ । শেখর ॥ এই ব্রজ সীমা খম্ব হরে খামী গ্রাম। এখা গোচারয়ে রঙ্গে কৃষ্ণ বলরাম ॥ বনচারী আদি গ্রামে, অদ্ভুত বিলাস। এ সব ব্রজের সীমা অহে শ্ৰীনিবাস। যমুনা নিকট গ্রাম খররে। এখানে বলরাম মঙ্গল জিজ্ঞাসে সখীগণে ॥ দেখহ উজনি স্থান যমুনা এখানে । বহয়ে উজান শ্ৰীকৃষ্ণের বংশীগানে ॥ দেখহ খেলনবন এথা দুই ভাই । সখা সহ খেলে ভক্ষণের চেষ্টা নাই ॥ মায়ের যত্নেতে ভুঞ্জে কৃষ্ণ বলরাম । এ খেলন বটের শ্ৰীখেলাতীর্থ নাম ॥ অহে শ্ৰীনিবাস এই রমঘাট হয়। এথা রাসলীলা করে রোহিণীতনয় ॥ যথা কৃষ্ণ প্রিয়াসহ কৈল রাসকেলি । তথা হৈতে দূর এ রামের রাসস্থলী ॥ কহিতে কি তেহেঁ কোটি সমুদ্রগভীর। কৃষ্ণের দ্বিতীয় দেহ পরম সুধীর ॥ দ্বারকা হইতে উৎকণ্ঠায় ব্রজে অইলা । চৈত্র বৈশাখ দুই মাস স্থিতি কৈলা ॥ শ্ৰীনন্দ যশোদা আদি প্রবোধে সবারে । সখীগণে সম্ভেtষয়ে বিবিধ প্রকারে ৷ নানা অনুনয়বিজ্ঞ রোহিণীতনয়। কৃষ্ণপ্রিয়াগণে নানা প্রকারে শাস্তয় ॥ নিজ প্রিয়া গোপীগণ মনোহিত করে । যে সর সহিত পূর্বে বসন্তে বিহরে ৷ কে বণিতে পারে সে কৌতুক অতিশয়। শঙ্খচূড়ে বধ কৃষ্ণ করে সে সময় ॥ বলদেবপ্রিয়া কৃষ্ণপ্রিয়া সম্বলিত । হোরিক্রীড়া রঙ্গ বৃদ্ধি হৈল যথোচিত ৷ স্নামকৃষ্ণ দে!হে নিজ নিজ প্রিয়াসনে । বলসয়ে যৈছে তা বর্ণয়ে বিজ্ঞগণে ॥ তথাহি শ্ৰীমুরারিগুপ্ত কৃত শ্ৰীকৃষ্ণচৈতন্য* চরিতে চতুর্থ প্রক্রমে ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।