পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নীকর बैdॐ ততশ্চ পশ্যাত্র বসন্তবেশে৷ "শ্রীরামকৃষ্ণে ব্রজসুন্দরীভিঃ । চিক্রীড়তুঃ স্বস্ব যুথেশ্বরীভিঃ সমং রসজ্ঞে কলধোঁতমণ্ডিতে ॥ মৃত্যন্তে গোপীভিঃ সাৰ্দ্ধং গায়ন্তে রসভাবিতে। গায়ন্তীভিশ্চ রামাভিনৃত্যন্তীভিশ্চ শোভিতে ॥ পরম অন্তত বলদেবের বিহার। বলদেব প্রেয়সীগণের নাহি পার ॥ কৃষ্ণক্রীড়া কালে অনুৎপন্ন বালাগণ । বলদেব প্রিয়ায় সে সবার গণন ॥ এ সকল গোপীরতিবৰ্দ্ধন বলাই । যৈছে ক্রীড়ারত তা কহিতে অন্ত নাই ॥ চৈত্র বৈশাখ মাসের ভাগ্য অতিশয় । রোহিণীননান যাতে ব্রজে বিলসয় ॥ তথাহি শ্ৰীদশমে ৬৫ অধ্যায়ে ১১ শ্লোকঃ ॥ দ্বেী মাসে তত্ৰ চাবাৎসীন্মধুং মাধবমেব চ। রামঃ ক্ষপাস্থ ভগবান গোপীনাং রতিমাহন ॥ ৭ তাহে শ্ৰীনিবাস বলদেব প্রিয়াসনে । করিবেন রাসক্রীড়। : এ উল্লাস মনে ॥ কে বুঝিতে পারে বলরামের চরিত। পরম কৌতুকে এথ হৈলা উপনীত ॥ এই রম্য যমুনা পুলিম উপবন। সদা মন্দ মন্দ বহে স্থগন্ধি পবন । পূর্ণচন্দ্র কিরণে । রজনী উজিয়ার। বিকলিত পুষ্পপুঞ্জ শোভা চমৎকার ॥! অমর ভ্রমরীগণ গুঞ্জে মনোহর। নানা পক্ষী নানা শব্দ করে নিরন্তর। লক্ষ লক্ষ ময়ুর ময়ূরী নৃত্য করে। কুরঙ্গ কুরঙ্গী সঙ্গে চতুর্দিকে ফিরে ॥ বৃক্ষতলে রহি দেখে রোহিণীনন্দন: কিবা সে অপূর্ব ভঙ্গি ভুবনমোহন। ঐরামের শোভা দেখি Wনিদ অন্তরে। স্বর্গে দেবগণ জয় জয় ধ্বনি করে।