পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*や● ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ । গীতে যথা রাগ বেলাবলী । জয় রোহিণীনন্দন বলবীর । কম্বু কুন্দ কপূর রজতুগিরি গরবহারি রুচি রুচির শরীর ॥ ধ্রু । মঞ্জুল কেশ অলককুল চঞ্চল ঝলমল তিলক তরুণীচিত চোর । লোচন কমল বিশাল ভৃঙ্গ ভুরু টলমল কুণ্ডলশ্রবণ উজোয় । নাসা গগপতি চঞ্চু চন্দ্র জিনি অtননে অমিয় বরিষে অনিবার । সুবলিত বহু বলনী বলয় কর পরিসর বক্ষে বিলসে মণিহার । সিংহ দরপভর ভঞ্জন কটিতট নীল বসন পহিরণ অনুপম । হগঠন জামু যুগল জনরঞ্জন পদনখ নিকর নিছনি ঘণশ্যাম ॥ অহে শ্ৰীনিবাস বলদেব সন্দর্শনে । ত্ৰিজগতে ধৈৰ্য্য বা ধরিব কোন জনে ॥ এথ। রাম রত্নসিংহাসনে বিলসয় । রাসেৎসব বেশের সুসম অতিশয় ॥ বলদেব শোভা কোটি কন্দৰ্প জিনিয়া । প্রতি অঙ্গ বলল। মুনীন্দ্র মোহনীয়া ॥ অঙ্গের ছটায় ত্ৰিজগত তালো করে । কোটি কোটি চন্দ্রের কিরণ দৰ্প হরে ॥ শিরে চারু চাচর চিকণ কেশ জাল । মণিময় মুকুট বেষ্টিত পুষ্পমালা ৷ ললাট উজ্জ্বল ভুরু ভ্রমরের পতি । আকর্ণ পর্য্যন্ত নেত্রারুণ প্ৰদ্ধভাতি ॥ জিনিয়া খগেন্দ্র চঞ্চু নাসিক। সুন্দর । নিরুপম ঐীমুখ মণ্ডল মনোহর | পাক৷ বিম্বফল ঘিনি ওষ্ঠ।ধর আভা । মুক্ত মদ নাশে মঞ্জু দশনের শোভ ॥ রজত দৰ্পণ যিনি ত্রগণ্ড যুগল । কর্ণে এক কুণ্ডল করয়ে ঝল মল ৷ কি মধুর চিবুক উপমা নাই দিতে । সিংহের গরব হুরে গ্রীবর ভঙ্গিতে ॥ ত্ৰিবলি বলিত কণ্ঠ ই ললিত কক্ষ । তরুণী ন ধরে হিয়। হেরি পীন বক্ষ ॥ কি ছfর কুঞ্জরকর শ্ৰীভুজের আগে । কত সাধে কে বা না পরশ