পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । । & と> রদ মাগে । অঙ্গদ বলয় নানা ভূষণে ভূষিত । বামকরে শৃঙ্গ নান। রুতনে জড়িত ৷ বৈজয়ন্তী মালা গলে দোলে অনিবার । ভ্রময়ে ভ্রমর যাভে করয়ে গুঞ্জার। উদর মধুর নাভি মধ্য অতি ক্ষীণ | পরিধেয় নীলিম বসন তন্ডুলীন ॥ উলট কদলি উরু রসের আলয় ; পদতলে অরুণ গরপ পরাজয় ৷ চরণ মাধুরী মোদ বঢ়ায় সবার । তাই া ে নূপুর সে চঞ্চল অনিবার ॥ নখের কিরণে অন্ধকার দূর করে । কি দিব তুলনা নাই ভুবনভিতরে ৷ বলদেব ধ্যান ঐছে পুরাণে প্রচার । ভাগ্যবন্ত জন সে দেখয়ে অনিবার ॥ ভুবনমোহন প্ৰভু রোহিণী নন্দন । র্যর শৃঙ্গৰাদ্যে হরে ব্রহ্মাদির মন ॥ এই খানে বলদেব ত্রিভঙ্গ হইয়া । বাজায় মোহন শিঙ্গা উপসি ত হিয়া ॥ গীতে যথা—মালকোয । আজু মধুর মধু যামিনী পূরণ শশি শোহয়ে । যমুনা বন পুলিন হেরি, উনমত চিত বেরি বেরি, বায়ত বলদেব শৃঙ্গনাদ জগত মেহয়ে ॥ ধ্রু ॥ কর্ষত ধবনি প্রেয়সীগণ, পশত শ্রীতি তেজি ভবন, আয়ত হিয় হর্ষ সরস, সুসমা মন রঞ্জয়ে। কিঙ্কিণী রিণি ঝিনিন বানন, নুপুর রব ধিরজ হরণ, কঞ্জ চরণ ধরণ মঞ্জু, খঞ্জন গতি গঞ্জয়ে ॥ বহু পিয় চউতোর সকল, কামিনী বনি বেশ বিমল, দামিনী জিনি ঝল কত অতি, কৌতুক পরকাশয়ে । নাহ পরম কৌতুক রত, মৃদু মৃদু মৃদু ভাখত কত, চতুরী ময়ু বচন চারু, অমিয়গরব নাশয়ে ॥ চঞ্চল যুগ ভ্রমরনয়ন, ললনাকুল কমল বয়ন, মধুরী মধু পিয়ত মগন ঘন ভণ তন আয়য়ে । বিপুল পুলক উয়ত দেহ, অতুলিত নিত ললিত