পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । ૨૭૭ শ্রীতি স্বর মুচ্ছনা গ্রামাদি প্রকাশয় ॥ গায় প্রাণনাথের চরিত্র গোপীগণ। ব্ৰহ্মাদি মোহিত গীত করিয়া শ্রবণ ॥ স্ত্রীরাসমণ্ডলে সে সুখের সীমা নাই। গীত বাদ্য নৃত্যে মহ বিহ্বল বলাই ந) গীতে যথা—শঙ্করাভরণ ॥ নৃত্যত বলদেব বিপুল পুলকিত প্রতি অঙ্গ। র্দ দ। দৃমি দৃমি দৃমি কট, ধা দৃগু দৃগুধ বিথুঙ্কট, তক তক ধিকি তক থোরি, কুকু বাজত মৃদু মৃদঙ্গ ॥ ধ্রু ॥ গীম ধুনত অতি স্থমধুর পীন পরম পরিসর উর, মঞ্জুল বন মাল অতুল, দোলত অলি সঙ্গ। গণ্ড রজত দর্পণ দর, চঞ্চল শ্রুতি কুণ্ডল বর; বঙ্কিম দিঠি খঞ্জন ভুরু, ভামিনি কৃত রঙ্গ ॥ হস্তক কৃত ভাতি মৃঘট, মস্তক মণি মোর মুকুট, কুটিল অলক বালকত কত, মনমথ মদভঙ্গ ॥ পদতল থল কমল ভাল, ধর ভঁহি ভঁহি বিবিধ তাল, উঘটত তক থৈ থৈ থৈ, তিতক খিলঞ্জ ॥ ঝুনু ক্ষু নু নু নু নুপুর ধ্বনি, কোই ধিরজ ধরত ন শুনি, কিঙ্কিণী রণ রণি রণি রব, উপজাত হিয় উমঙ্গ। প্রেয়সীগণ বদন চন্দ্র, চুম্বত ‘হসি মন্দ মন্দ, গায়ত মনরঞ্জন ঘনশ্যাম রদতরঙ্গ ৷ পুনঃ কেদার ॥ : বাজে বিগ ঝিগ বিগ ঝেন্দ্রাং, দৃগু দৃগু দৃমি দিগদাং, তাল ত্রিপুট প্রকটত মৃদু মৰ্দ্দন গতি ঘোর । তকথৈ গৈ তাথৈ তা খোদিখুন্না থোং কৃণ, কৃণা ঝিনি ন ন ন ন কুত, রতিপতি মতি ভোর ॥ সুন্দর বল বীর ধীর, নৃত্যত রবিওনয়ান্তীর, রাস রভস প্রেয়সীগণ, বিলসত চউতোর। চঞ্চল পগ ভঙ্গি ঝিনিনি, ঝঙ্কত কটি কিঙ্কিণী মণি, বনু নু নু নু নুপুর রব মুনি