পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२४8 ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । গণ মনচোর। বালকত মণিকুণ্ডল কপোল, মঞ্জল বনমাল লোল, সৌরভ ভর বলিতপুঞ্জ, গুঞ্জত অলি যোর । সরস, পরশ হসত মন্দ, চমকত রব বদন চন্দ, পীযুষরস পীয়ত ঘনশ্যাম দৃগ চকের ॥ প্রেয়সী সকল মহা তানন্দ অন্তরে । বলদেবে বেঢ়িয়া অদ্ভুত নৃত্য করে ॥ গীতে যথা কেদার ॥ অজু পূনিস পূরণ শশী নিৰ্ম্মল মধু যামিনী । ধাধা ধিগি তগধিলঙ্গ, দৃমি দৃমি দৃমি বাজ মৃদঙ্গ, নৃত্যত বলদেব বলিত, বিলসত সব ভামিনী ॥ ধ্রু ॥ কিঙ্কিণী মৃদুনাদ নূপুর, নিরুপম গতি গান মধুর, হস্তকচয় চঞ্চল দৃগ, ভঙ্গিম অভিরামিণী । গীম ধুনত মন্দ মন্দ, হুগত লগত দশন বৃন্দ, ভগব কি ঘনশ্যাম সুতনু, বালকত যত্ন দামিনী ॥ পুনঃ ভূপালী ॥ আজু কি মধুর মধু নিশা চাদে অালো কৈলে সব দিশ৷ যমুনা পুলিন পরিসরে । প্রিয়াসহ বলাই বিহরে ৷ কিবা রাসমণ্ডল সুষম । চতুর্দিকে গোপী মনোরম ৷ বায় নানা যন্ত্র কুতূহলে । গায় গীত রসের হিলোলে ॥ প্রাণনাথে বেঢ়ি নৃত্য করে । শোভায় ভুবন মন হরে ॥ রসিক শেখর বলরাম । নাচয়ে জিনিয়া কোটি কাম ॥ সঘনে সুচারু শৃঙ্গপুরে । জগত মাতায়ে সে না স্বরে ৷ কত না চতুরী প্রকাশয়ে। প্রিয় ভুজে ভুজ আরোপয়ে ॥ বদনে বদন বিধু দিয়া উলাসে ধরিতে নারে হিয়t ॥ পুরায় সবার অভিলাষ । নিছনি এ নরহরিদাস ॥