পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬৬ ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । পথনিতি অয়ি কুরু কৃপাং ময়ি নৃহরিনাথ তেমা ॥ মনের উল্লাসে পুন প্রণমে যমুনা। কহিতে কি অন্য হিন্তচিন্তায় নিপুণ ॥ - গীতে যথা স্ত্রীরাগঃ ॥ জয় জয় রেবতী রমণ রসালয়, নিখিল ভুবন জন রঞ্জন রে। অমল কমলদল লোচন, ধৃতি ভর মোচন, গজগতি গঞ্জন রে। চন্দ্ৰবদন নবতাগুবপণ্ডিত, হলধর যদুকুল মণ্ডন রে। কম্বু কুন্দনিভ, নীলম্বর ধর, মকরধ্বজমদ খণ্ডন রে ॥ শরণাগত রক্ষক, নরহরিমব, ঝর্ণ বর্ণ বা বর্ণ ত্রিগড়তিয়া । এই আই আই আই, আই অতি আইতা, তেন্ন তেন্নাতি অতি অই ইয়া ॥ কি বলিব অহে শ্ৰীনিবাস দে না কথা। যমুনাকে প্রসন্ন আশাই হৈলা এথা ॥ বিবিধ কৌতুক এই রাসবিলাসেতে। রামের রাসস্থলী বিখ্যাত জগতে ॥ কি বলিব রামঘাটপ্রদেশ মৃন্দর । ভক্তগোষ্ঠী বন্দনা করয়ে নিরন্তর ॥ তথাহি স্তবাবল্যং ব্রজবিলাসে ৯৪ শ্লোকঃ ॥ আকৃষ্টা য। কুপিতহলিন লাঙ্গলাগ্রেণ কৃষ্ণ ধীরা যান্তী লবণজলধে কৃষ্ণসম্বন্ধহীন । অদ্যাপীখং সকলমনুজৈদৃশ্যতে লৈব যস্মিন ভক্ত্যা বন্দেহস্তুতমিদমহে রামঘটপ্রদেশং ॥ রীমঘাট প্রসঙ্গ শুনিতে যার মন । অনায়াসে ঘুচে তাঁর ৫ - বন্ধন ॥ ঐরাসবিলাপী রাম নিত্যানন্দ রায় । তীর্থপর্য্যট, । সে রহিল। এথায় ॥ গোপ শিশু সঙ্গে সদা খেলায় বিহবল ৷ ক্ষুধা হৈলে ভুঞ্জে দধি দুগ্ধ মূল ফল ॥ বলদেৰ