পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । ২৬৭ আবেশে নরিয়ে স্থির হৈতে । আপনা লুকায় না পারয়ে লুকাইতে ॥ সবে কহে এই সেই রোহিণীনন্দন। অবধূত বেশ ব্রঙ্গে যে ভ্রম : অহে শ্ৰীনিবাস দেখি নিতাইর রীত । কিব। ন. ৰ বৃব সবেই মোহিত ॥ নিতাইচান্দের এথা অদ্ভুত বিহার । এই যে শকিট বৃক্ষ দন্তকাষ্ঠ তার ॥ এই রামঘটে এক বিপ্ৰ ভাগ্যবান । বলদেব বিনু সে ধরিতে নারে প্রাণ ॥ নিত্যtনন্দ রাম ভক্ত রক্ষার কারণ । বলদেবরূপে বিপ্রে দিলেন দর্শন ॥ ঐরাসবিলাসী নিত্যানন্দ বলরামে। স্তুতি কৈল কালিন্দী দেখিয়া এই খানে ॥ এথা নিত্যনন্দ রঙ্গ দেখি দেবগণ ৷ হইল বিহবল অশ্রু নহে নিবারণ ॥ এই বৃক্ষ তলে ধূলাবেদীর উপর। শয়নে বিহ্বল নিত্যানন্দ হলধর । শয়নে থাকিয়া প্রভু কহে বীর বীর ॥ কত দিনে পাষণ্ডির হইব উদ্ধার ॥ (ক) নবদ্বীপনাথ নবদ্বীপে কতদিনে । হইবেন ব্যক্ত গিয়া দেখিব নয়নে ॥ ঐছে কত কহে কেহ বুঝতে না পারে। নিতাইর অস্তুত লীলা বিদিত সংসারে । • রামঘাট নিকট দেখহ কচছবন । কচ্ছপের প্রায় এথা খেলে শিশুগণ ॥ দেখহ ভূষণবন এ অতিনির্জনে। কৃষ্ণে পুষ্পভুষ৷ পরাইল সখীগণে ॥ এই আর দেখ কৃষ্ণবিলাসের স্থান । এ সব দর্শনে কার না জুড়ায় প্রাণ ॥ এত কহি পণ্ডিত চলয়ে ধীরে ধীরে । দেখি বনশোভা ধৈর্য্য ধরিতে না পারে ॥ চলয়ে ভাণ্ডীর পথে উল্লাসঅন্তরে । এবে লোক কহয় অক্ষয়বট তারে ॥ ভাণ্ডীরনিকটে শিখ সুমধুর ভাষে । অতিস্নেহে পণ্ডিত কহয়ে শ্ৰীনিবাসে । দেখহ ভাণ্ডারবট স্থান অনুপম । এখা ( ক ) বলরামের নিত্যানন্দ ভাবে উক্তি ॥