পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । ఇ J సి নল পান করি কৃষ্ণচন্দ্র । রক্ষা কৈল গো গোপীদি হৈল মহানন্দ ॥ ঐ যে ভাণ্ডারী গ্রাম যমুনার পর । উহ মুঞ্জাটবী সব লোকেতে প্রচার । আহে শ্ৰীনিবাস এই দেখ তপোবন । এইখানে কৈল তপ গোপ কন্যাগণ ॥ দেখ গোপীঘাট এথা গোপীগণ আইল । যমুনা স্নানেতে অতি উল্লসিত হৈল ॥ এই চারঘাট এথা গোপ কন্যাগণ । কাত্যায়নী পূজিয়৷ সপার হর্ষ মন ॥ পরিধেয় স্ত্র বাখি যমুনীর কূলে । স্নান করিবারে সবে প্রবেশিল। জলে ॥ অলক্ষিতে সব করে বস্ত্র চুরি করি। নীপ বৃক্ষ উপরে কৌতুক দেখে হরি ॥ গোপকন্যাগণ মহা লজ্জিত হইয় । কৃষ্ণকে মাগেন বহু জলেতে রহিয়া ॥ নিজ মনোবৃত্তি কৃষ্ণে করিয়৷ প্রকাশ । দিলেন সবারে বস্ত্র হুইয়া উল্লাস ॥ বস্ত্র পরিলেন হর্ষে গোপ কন্যাগণ । নিজ নিজ আত্মা কৃষ্ণে করি সমপণ ॥ এই নন্দঘাট দেখ নন্দাদি ক এথা । করিলা যমুনমান ইথে বহু কণী ॥ একাদশী নিরাহার করি দ্বাদশীতে। স্নানহেতু প্রবেশয়ে কালিন্দীজলেতে ॥ বরুণের ‘দূত নন্দে হরিয়া লইল । কৃষ্ণ তথা হৈতে নন্দে কৌতুকে আনিল ॥ অহে শ্ৰীনিবাস এথা নন্দ ভয় পাইলা । তেঞি ভয় নামে গ্রাম বজ্র বসাইলা। এত কহি চলিলেন ভয়গ্রাম হৈতে। পরিক্রম মধ্যে যে যে স্থান তা দেখিতে ॥ শ্ৰীনিবাসে কহে এই দেখ বৎস বন । এথ। চতুর্মুখ হরিলেন বৎসগণ ॥ তথাহি তত্রৈল ব্রজবিলাসে ৯৬ শ্লোকঃ ॥ দ্রষ্টং সাক্ষাং স্বপতিমহিমোদ্রেকমুৎকেন ধাত্র। বৎসত্রীতে দ্রু তমপহৃতে বৎসপালেtংকরে চ |