পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟግ © ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । তত্তজপো হরিরথ ভবন যত্র তত্তৎপ্রসূনাং মোদং চক্রেহশনমপি ভজে বৎসহীরস্থলীং তাং ॥ এই যে উনাই গ্রাম এথা সখীসঙ্গে । বিবিধ কৃষ্ণ ভুঞ্জে নানা রঙ্গে ৷ এই বলিহারা নাম গ্রাম এই খানে । বালকাদি হরে চতুর্মুখ হৰ্য মনে ॥ পরিখম নাম স্থান দেখহ এথাতে। চতুর্মুখ ছিল কৃষ্ণে পরীক্ষা করিতে ৷ সেই স্থান নাম এ সকল লোকে জানে । কৃষ্ণের মায়াতে ব্রহ্ম। মোহিত এখানে ॥ শিশু বৎস হরি ব্রহ্মা রাখি সঙ্গোপনে। সেই শিশু বৎস দেখে কৃষ্ণ সন্নিধানে ॥ সেই এই এই সেই বলে বার । এই হেতু সেই নাম হৈল সে ইহার ॥ এচোমুহা গ্রামে ব্রহ্মা আসি কৃষ্ণপাশে । করিল কৃষ্ণের স্তুতি অশেষ বিশেষে ॥ তথাহি তত্রৈব ব্রজবিলাসে ৯৭ শ্লোকঃ ॥ বাঢ়ং বৎসকবৎসপালহৃতিতে জাতীপরাধান্তয়ৈব্রহ্ম সাম্রমপূর্বপদ্যনিবহৈর্যস্মিন্নিপত্যাবনে । তুষ্টাবাস্তুতবৎসপং ব্ৰজপতেঃ পুত্ৰং মুকুন্দং মনাক্স্মেয়ং ভীরুচতুৰ্ম্ম খাখ্যমনিশঃ সেশং প্রদেশং মুমঃ ॥ অঘাসুরে বধে কৃষ্ণ এই সপস্থলী । অঘবন নাম লোকে কহয়ে সপোলী ॥ তথাহি তত্রৈব ব্রজবিলাসে ৯৫ শ্লোকঃ ॥ প্রাণপ্রেষ্ঠবয়স্যবর্গমুদরে পাপীয়সোহঘাস্থরস্যারণ্যোন্তটপাবকোৎকটবিযৈছষ্টে প্রবিষ্টং পুরঃ । ব্যগ্ৰং প্রেক্ষ্য রুষ। প্রবিশ্য সহসী হত্বা খলং তং বলী যত্রৈনং নিজমাররক্ষ মুরজিৎ সা পাতু সপস্থলী ॥