পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নীকর । ২৭১ এখা পুষ্প বর্ষে দেব জয়ধ্বনি করে । এ হেতু জয়েত গ্রাম কহয়ে ইহারে ॥ সবে কহে অঘাস্থর বধে এসিয়ান । তেঞি এলেয়ানো গ্রাম সেহোনা আখ্যান ৷ এই দেখ তরোলী বরেীলী গ্রীমদ্বয়। পূৰ্ব্ব গোপকৃত গ্রাম সকলে কহয় ৷ আহে খ্ৰীনিবাস তার দেখ রম্যস্থান । এথা বিহরয়ে নন্দপুত্র ভগবান ॥ এত কহি কৃষ্ণকু গুটীলায় চড়িয় । চতুর্দিকে চাহে মহা প্রফুল্লিত হৈয়া শ্ৰীনিবাসে কহে দেখ মঘেরা এ গ্রাম । পুর্বে জানাইল মঘহেরা হয় নাম ॥ আহে দেখ তমাল কানন ঐ খানে । বাঢ়ে মহীরঙ্গ রাধাকৃষ্ণের মিলনে ॥ এত কহি কৌতুকে নামিয়া টীলা হৈতে । শ্ৰীনিবাস প্রতি কহে পরম স্নেহেতে। এ আটস্থ গ্রামে মহাকৌতুক হইল। অষ্টবক্রমুনি এথ। তপস্যা করিল ॥ এই শক্রস্থান এবে শকরেীয় কয় । ব্রজে বৃষ্টি করি শক্র এথা পাইল! ভয় ॥ এই বরাহর গ্রামে বরাহরূপেতে । খেলাইলা কৃষ্ণপ্রিয় সখীর সহিতে ॥ দেখ জরাসলী গ্রাম অহে শ্ৰীনিবাস। এই রসস্থলী কৃষ্ণ এথা কৈলা রস ॥ তথাহি তত্রৈব ব্রজবিলাসে ৬৩ শ্লোকঃ ॥ বৈদগ্ধ্যোঞ্জলবস্তুবল্লববধূবর্গেণ নৃত্যন্নসে। হিত্বা তং মুরজিদ্রসেন রহসি শ্রীরাধিকাং মণ্ডয়ন। পুষ্পালঙ্কতিসঞ্চয়েন রমতে যত্র প্রমোদেtৎকরৈস্ত্রৈলোক্যাস্তুতমাধুরীপরিবৃত৷ সা পাতু রাসস্থলী ॥ এত কহি শ্ৰীনিবাস নরোত্তমে লৈয়া । পুনঃ নন্দঘাটে আইল। মহাহৰ্ষ হৈয়া ॥ শ্ৰীনিবাসে কহে এই নির্জন এথাতে। শ্রীজীব ছিলেন অতি অজ্ঞাতরূপেতে ॥ কহি সে প্রসঙ্গ একদিন বৃন্দা