२० ।। ভক্তিরত্নাকর । [ 4थॆश उन्नङ्ग । কৃষ্ণচৈতন্তের আকর্ষণে ॥ মাঘী-পূর্ণিমায় জন্মিলেন নরোতম। দিনে দিনে বৃদ্ধি হইলেন চন্দ্রসম ॥ সর্বপ্রকারেতে গৃহে হইলা প্রবীণ। শ্ৰীকৃষ্ণচৈতন্যগুণে মগ্ন রাত্রি দিন । প্রেমভক্তিময় মূৰ্ত্তি প্রভুর ইচ্ছাতে । মহারাজ বিষয় না ভায় কিছু চিতে ॥ অল্পকালে এই চিন্তা করে রাত্রি দিন। কিরূপে ছাড়িব গৃহ হ’ব উদাসীন ৷ শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দাদ্বৈতগণে । করিয়ে বিজ্ঞপ্তি অশ্রু ঝরে দু’নয়নে ॥ স্বপ্ন: চছলে প্রভু গণসহ দেখা দিয়া । প্রিয় নরোত্তমে স্থির কৈল প্রবোধিয়া ॥ অকস্মাৎ গোঁড়রাজ-মনুষ্য আইল । গৌড়ে রাজস্থানে পিতা পিতৃব্য চলিল ॥ এই অবসরে রক্ষকেরে প্রতারিলা । প্রকারে মায়ের স্থানে বিদায় হইলা ॥ অতিস্বচরিতা মাতা নাম নারায়ণী । পুত্ৰগত প্রাণ চেষ্টা কহিতে কি জানি ॥ স্বচ্ছন্দে আছেন মাতা পুত্রের পালনে । পুত্র যে ছাড়িবে ঘর ইহা নাহি জানে ॥ এথা নরোত্তম অতিসঙ্গোপন হইয়া। করিলেন যাত্রা প্রভুচরণ চিন্তিয় ॥ কিবা নব্য যৌবন সে পরমসুন্দর। কাৰ্ত্তিক-পূর্ণিমা দিনে ছাড়িলেন ঘর ॥ ভ্ৰমিয়া অনেক তীর্থ বৃন্দাবনে গেলা । লোকনাথগোস্বামির স্থানে শিষ্য হৈলা ॥ শ্রাবণমাসের পৌর্ণ মাসী শুভক্ষণে । করিলেন শিষ্য লোকনাথ নরোত্তমে ॥ জীলোকনাথের অতি অদ্ভূত চরিত। প্রসঙ্গ পাইয়া এখ কহিয়ে কিঞ্চিৎ ॥ যশোর-দেশেতে তালগৈড়াগ্রামে স্থিতি । মাতা সীতা পিতা পদ্মনাভচক্রবণ্ডী ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।