পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२१२ ভক্তিরত্নাকর । [ গঞ্চম তরঙ্গ । বনে । স্ত্রীরূপ লিখেন গ্রন্থ বসিয়া নির্জনে ॥ গ্রীষ্ম সময়েতে স্বেদ ব্যাপয়ে অঙ্গেতে । ঐ জীব বাতাস করে রহি একভিতে। গৈছে রূপগোস্বামির সৌন্দর্য্যতিশয় । তৈছে শ্ৰীজীবের শোভা যৌবন সময় ॥ কেবা না করয়ে সাধ ত্রীরূপে দেপিতে । ীিবল্লভভট তালি মিলিলা নিভৃতে ॥ ভক্তিরসায়ুত গ্রন্থ মঙ্গলাচরণ । দেখি ভট কহে ইহা করিব শোধন ॥ এত কহি গেলা স্নানে যমুনার কুলে। শ্ৰীজীব চলিলা জল আনিবার ছলে ॥ শ্ৰীবল্লভভট সহ নাহি পরিচয় । মঙ্গলাচরণে কি সন্দেহ জিজ্ঞাসয় ॥ শুনি শ্ৰীবল্লভভট যে কিছু কহিল । শ্ৰীজীব সে সব শীঘ্ৰ খণ্ডন করিল ॥ প্রসঙ্গে হইল নানা শাস্ত্রের বিচার । ঐ জীবের বাক্য ভট্ট নারে খণ্ডিবার ॥ কতক্ষণ করি চর্চা, চর্চ সমাধিয়া । স্ত্রীরূপের প্রতি ভট্ট কহে পুন গিয়া ॥ অলপ বয়স যে ছিলেন তোম। পাশে । তার পরিচয় হেতু আইনু উল্লাসে ॥ ঐ রূপ কহেন কিবা দিব পরিচয় । জীবনাম শিষ্য মোর ভ্রাতার তনয়। এই কথোদিন হৈল আইলা দেশ হৈতে। শুনি ভট্ট প্রশংসা করিলা সৰ্ব্বমতে ॥ রূপ সমাদরে ভট্ট করিলা গমন। ঐ জীব যমুনা হৈতে আইলা সেই ক্ষণ ॥ শ্রীরূপ কহেন শ্ৰীজীবেরে মৃদুভাষে। মোরে কৃপা করি ভট্ট আইলী মোর পাশে ॥ মোর হিত লাগি গ্রন্থ শুধিব কছিল । এ অতি অলপ বাক্য সহিতে নারিল ৷ তাহে পূর্ব দেশ শীঘ্র করই গমন । মন স্থির হইলে আসিব। বৃন্দাবন ॥ গোস্বামির আজ্ঞায় চলিলা পূৰ্ব্ব পানে । কথোদূরে মন স্থির কৈলা সাবধানে ॥ গোস্বtগির তাজ্ঞা নাই নিকটে জালিতে । এ হেতু আই"