পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । ২৭৩ এখা নিজজন বনেতে ॥ রহি পত্ৰকুটীরে খেদিত অতিশয় । কভু কিছু ভুঞ্জে কভু উপবাস হয় ৷ দেহ হৈতে প্রাণ ভিন্ন করিয়া ত্বরিতে। প্ৰভু পাদপদ্ম পাব এই চিন্তা চিতে ॥ অকস্মাৎ সনাতন গোস্বামী আইলা । গ্রামিলোক আগুসরি গ্রামে লৈয়t গেলা ॥ পরম উল্লাসে বসাইয়া গোস্বামিরে । জিজ্ঞাসি কুশল পুনঃ কহে ধীরে ধীরে ॥ অলপবয়স এক তপস্বী স্বন্দর । কথোদিন হৈল রহে এ বন ভিতর ॥ ভুঞ্জাইতে যত্ব করি অনেক প্রকার . কডু ফল মূল ভুঞ্জে কভু নিরাহীর ॥ বহু যত্নে কিঞ্চিৎ গোধুমচূর্ণ লৈয়া । করয়ে ভক্ষণ তাহা জলে মিশাইয়া ॥ ঐছে শুনি জানিল আছয়ে জীব এথা । বাৎসল্যে হইয়া আৰ্দ্ৰ চলিলেন তথা ॥ ঐ জীব ছিলেন পত্ৰকুটীরে বসিয়া । গোস্ব৷মির দর্শনে ধরিতে নারে হিয়া ॥ লোটাইয়া পড়ে গোস্বামির পদতলে । শ্রীজীবের চেষ্টা দেখি বিস্মিত সকলে ॥ স্নেহাবেশে সনাতন জিজ্ঞাসিল যাহা । শ্রীজীৰ সঙ্ক্ষেপ ক্রমে নিবেদিল তাহা । শুনি শ্ৰীগোস্বামী জীবে রাখি সেইখানে । গ্রামিলোকে প্রবোধি গেলেন বৃন্দাবনে ॥ গোস্বামির গমন শুনিয়া সেই ক্ষণে । শ্রীরূপ গেলেন গোস্বামির দরশনে । গোস্বামী শ্রীরূপে জিজ্ঞাসেন সমাচার। ভক্তিরসামৃতসিন্ধু অপেক্ষা কি তার ॥ স্ত্রীরূপ কহেন প্রায় হইল লিখন । জীব রহিলেই শীঘ্ৰ হইত শোধন ॥ গোস্বামী কছেন জীব জীয়া মাত্র অাছে। দেখিমু তাহার দেহ বাতাসে ইলিছে। ঐছে কহি জীবের বৃত্তান্ত জানাইল। প্রস্তুপ ঐজীবে সেই ক্ষণে আনাইল ॥ স্ত্রীজীবের দশা দেখি প্রক্কপ ( e.g. )