পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর । [ *ंश् उठब्रश्नं । ہمRb তথাহি তত্রৈব ১৩০ শ্লোকঃ ॥ কাননং ক নয়নং ক নাসিক ● ৰু শ্রীতিঃ কচ শিখেতে দেশতঃ । তত্ৰ তত্র নিহিতাঙ্গুলীদলে বল্লবীকুলমনন্দয়ৎ প্ৰভুঃ ॥ এথা কৃষ্ণ ধূলায় ধূসর হৈয়া হাসে । দেখি মাতা পুত্রে কত কহে মৃদু ভাষে ॥ তথাহি তত্রৈব ১৩৪ শ্লোকঃ ॥ ইদানীমঙ্গমক্ষালি রচিতং চামুলেপনং । ইদানীমেব তে কৃষ্ণ ধূলিধূসরিতং ৰপুঃ ॥ পরমসুন্দর কৃষ্ণ বসি এই খানে । দুগ্ধপান লাগি চাহে জননীর পানে ॥ এথা তৃণাবর্ত দুষ্ট কৃষ্ণেরে লইয়া । উঠিল জীকাশে অতি উল্লসিত হৈয়া ॥ পরম কৌতুকে কৃষ্ণ চাহি চারি পানে । তৃণবৰ্ত্তে বধে এই কংসের আরামে ॥ এথা কৃষ্ণ মৃত্তিকাভক্ষণ কৈল সুখে । ব্রজেশ্বরী ব্রহ্মাণ্ড দেখিল কৃষ্ণমুখে ॥ এ হেতু ব্ৰহ্মাণ্ড-ঘাট নাম সে ইহার । দেখ যমুনীর তীর শোভা চমৎকার ॥ যশোদ৷ আনন্দে বলি গোপীগণ সনে । দেখয়ে পুত্রের চারুশোভা এ অঙ্গণে ॥ তথাহি তত্রৈব ১৩৫ শ্লোকঃ ॥ পঞ্চবর্ধমতিলোলমঙ্গণে ধাবমানমলকাকুলেক্ষণং । কিঙ্কিণী বলয়হার নূপুরৈরঞ্জিতং নমত নন্দনন্দনং | শৈশবে তারুণ্য কৃষ্ণ প্রকাশয়ে যথা । বর্ণে কৰিগণ মুখে এ অস্তুত কথা ॥ তথাছি তত্ৰৈৰ শৈশবেইপি তারুণ্যে ১৩৬ শ্লোকঃ ॥