পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর। ९५०० তস্মিন গত্বাতু মমুজ ইন্দ্রলোকে মহীয়তে ॥ মমলাৰ্জ্জুনতীর্থঞ্চ কুণ্ডং তত্র চ বর্ততে । পর্য্যস্তং যত্র শকটং ভিন্নভাণ্ডকটীঘটং । তত্ৰ স্নানোপবাসেন অনন্তফলমাঞ্চাৎ | তত্ৰ গোপীশ্বরে নাম মহাপাতকনাশনং ॥ আহে শ্ৰীনিবাস কৃষ্ণচৈতন্য এথায় । জন্মোৎসব স্থান দেখি উল্লাস হিয়ায় ॥ ভাবাবেশে প্রভু নৃত্যগীতে মগ্ন হৈলা । কৃপা করি সর্বচিত্ত আকর্ষণ কৈলা ॥ চতুর্দিকে ধায় লোক দেখিয়া প্রভূরে ৷ হইয়া অধৈর্য্য হরি হরি ধ্বনি করে ॥ সবার নেত্ৰেতে অশ্র ঝরে অনিবার । সবে কহে ন্যাসী নহে কৃষ্ণ এ নিৰ্দ্ধার ॥ প্রভুপ্রেমে লোক সব উন্মত্ত হইয়। । ঐছে কত কহে ভূমে পড়ে লোটাইয় ॥ শ্ৰীগৌরচন্দ্রের ভঙ্গি বুঝে শক্তি কার। মহাবনে হৈল মহা আনন্দ পাথার ॥ মদনগোপালে দেখি অধৈৰ্য্য হইলা । কে বর্ণিব প্রভুর এ অলৌকিক লীলা ॥ অহে শ্ৰীনিবাস স্থান করহ দর্শন । এই খানে ছিলেন গোস্বামী সনাতন ॥ মহাবনবাসী যত লোক ভাগ্যবান । সনাতনে দেখিলেই সবে পায় প্রাণ ॥ সনাতন মদনগোপাল দরশনে ॥ মহাস্থখ পাইয়া রহয়ে মহাবনে ॥ রমণক বালু এই যমুনার তীরে। এখা রঙ্গে মদনগোপাল ক্রীড়া করে ॥ এক দিন মহাবনবাসি শিশু সনে । গোপশিশু রূপে আইলা এ দিব্য পুলিনে ॥ নানা খেলা খেলয়ে তা দেখি সনাতন । মনে বিচারয়ে এ সামান্য শিশু মন ॥ খেলা সাঙ্গ করি শিশু গমন করিতে। সনাতন চলিলেন তাহীর পশ্চাতে ॥ মন্দিরে প্রবেশে শিশু তথা সনাতন ।