পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२६-8 ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । শিশু না দেখিয়া দেখে মদনমোহন ॥ সনাতন মদনগোপালে প্ৰনমিয়া । আইলেন বাসাঘরে কিছু না কহিয়া ॥ গোস্কুমির প্রেমাধীন মদনগোপাল । ব্যাপিল জগতে যার চরিত্র রসাল ॥ দেখ এই কূপে গোপকূপ সবে কয় । ত্ৰগোকুল মহাবন দুই এক হয় ৷ এই শ্ৰীগোকুল মহাবণ শোভ। অতি । ক্রমে উপনন্দাদিক গোপের বসতি ॥ গোকুলে কৃষ্ণের বাল্য লীলা অতিশয় । যাতে উল্লাস ৩ গোপ গোপীর হৃদয় ॥ অহে ঐনিবাস এই বৃক্ষ পুরাতন । দেখ এ বৃক্ষের শোভা না হয় বর্ণন গোকুল নিবাসী লোক এথা স্নিগ্ধ হয় । গৌরঙ্গ গোকুলে অtলি এথাই বৈসয় ॥ যে রূপে হইল এথা প্রভুর গমন । তাহা বিস্তlfরয়। বর্ণিবেণ কোন জন ॥ প্রয়াগ হইতে ক্রমে জালি অগ্রবনে । আইলেন শত্র জমদগ্নির অtশ্রমে ॥ তার ভাৰ্য্যা রেণুকা রেণুকা নাম গ্রাম । যথা জন্ম লভিলেন ঐপরশুরাম ; রেণুক ইষ্ট ত গন্দ্র রাজ গ্রাম দিয়া । এই বৃক্ষ তলে রহে গোকুলে তাশয় ॥ - তথাহি শ্রীচৈতন্যচরিতে চতুর্থপ্রক্রমে দ্বিতীয়সLগ ॥ ততঃ প্রয়াগমায়াদ্য দৃষ্ট ক্রমধর প্রভুং । cপ্রদানন্দ সুধাপূর্ণে। নলন্ত স্বজনৈঃ সহ ॥ শ্ৰীলক্ষয়বটং দৃষ্ট, ত্রিবেণীমানমাচরন । যমুনায়tঞ্চ সংমজ্য মক্তবীরেন্দ্রলীলয়৷ ৷ হুঙ্কারগম্ভীররাবৈঃ প্রেমাশুড়পুলকৈবৃতিঃ । ব্ৰজন ক্রমাত্ত(মুত্তায্য বনং চtথ্রং দদশ হ ॥ তত্রৈব রেণুকানাম গ্রামে। যত্র যুদ্ধং পতিঃ ।