পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ अक्षम उब्रन । ভক্তিরত্নাকর। * ২৮৭ সহ বৃষভানু বৈসে এই ঠাই । রাবলে যে রঙ্গ তা ক্লহিতে অন্ত নাই ॥. আছে শ্ৰীনিবাস গৌরচন্দ্র গণসনে। গোকুল হইতে আসি রহে এই খানে ॥ দেখিয়া রায়লগ্রাম যৈছে ভাবাবেশ । আনের কা কথা তা বর্ণিতে নারে শেষ। চতুদিকে ধায় লোক করে হরিধ্বনি। সবে কহে দেখ ভাই ন্যাসিশিরোমণি ॥ প্রভু মুখচন্দ্র স্বধা পানে মত্ত অতি । উল্লসিত হৈয়। কেহ কহে কারু প্রতি ॥ মনে বিচারিনু ইহঁ কৃষ্ণ স্থনিশ্চয় । এই বেশে ব্রজেতে ভ্রময়ে ইচ্ছাময় ॥ কেহ কহে এই গৌরদেহ দরশনে। কহিতে না আইসে মুখে যাহা হয় মনে ॥ ঐছে কত কহি লোক চৈতন্য কৃপায়। না ধরে ধৈরজশক্তি নেত্রের ধারায় ॥ অলৌকিক লীলা প্রভু প্রকাশি এখানে। মথুরা গেলেন সেই সনেীড়িয়া গ্রু সনে ॥ আহে শ্ৰীনিবাস এই পরম নির্জন। এখা রাধিকার বাল্যলীলা মনোরম ৷ ঐছে কত কহি রাত্রি রাবলে রছিল। কৃষ্ণ কথা রসে নিশী প্রভাত হইল ॥ শ্রীরাঘব ঐনিবাল নরোত্তম সনে । যে প্রেমে নিমগ্ন তা বর্ণিব কোন জনে ॥ এ সব প্রসঙ্গ যত্নে যে করে শ্রবণ । তারে মিলে রাধাকৃষ্ণ চৈতন্য চরণ ॥ - প্রাতঃকালে রাবল হইতে যাত্র কৈলা ৷ হইয়া যমুনা পার মধুরা আইলা ॥ উগ্রসেন বহুদেব কংসের আলয়। যথা যশোদীর কন্যা কংসে অাকৰ্ষয় ॥ দেবীরে বধিতে কংস উদ্ধত যে খানে । বন্ধদেব কারাগারে ছিলেন যে স্থানে ॥ বাস্থদেব সূত্রোৎসর্গ কৈলা যে শিলাতে । কৃষ্ণে লৈয়া বহুদেব চলিলা ব্ৰাহ্মণবিশেষ ॥