পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর । [**न उंनंत्र । سیا۔bج যে পথে ॥ বহুদেব যে খানে যমুনা পার হৈলা । পুত্রে রাখি গোকুলে যে পথে গৃহে আইলা ৷ শ্ৰীনিবাসে সেসকল স্থান দেখাইয়া । রাঘবপণ্ডিত কত কহে বিবরিয়া ॥ বিশ্রাম তীর্থেতে স্নান করি হর্ষ মনে । কৃষ্ণগঙ্গা তীরে আইলা অম্বিককাননে ॥ ঐ অম্বিকাদেবী গোকর্ণখ্য শিবে দেখি । শ্ৰীনিবাস নরোত্তম হৈলা মহাস্থগী ॥ রাঘপপণ্ডিত দেহে কহে ধীরে ধীরে । দেখহ অপূৰ্ব্ব স্থান কৃষ্ণগঙ্গাতীরে ॥ এথা নন্দাদিক গোপ সুসজ্জ হুইয়। তাইলেন দেবযাত্রা দর্শন লাগিয়া। গোকর্ণখ্য মহাদেব অম্বিক দোহারে । পূজিলেন নন্দরায় বিবিধ প্রকারে ৷ এই রম্যস্থানে নন্দ শয়নেতে ছিল । অকস্মাৎ মহাকাল সৰ্পে গ্রস্ত হৈলা ৷ পিতা সপে গ্রস্ত দেখি কৃষ্ণ সেইক্ষণে । মন্দ মন্দ হাসি সৰ্পে ম্পশিলা চরণে ॥ প্রভু পাদপদ্ম ম্পর্শে উল্লাস অন্তর । সপদেহ গেল হৈল দিব্য কলেবর ॥ পূর্বে স্থদর্শন নামে বিদ্যাধর ছিল । বিপ্ৰশাপে সর্পদেহ প্রভুরে কহিলা ॥ করিয়া প্রভুর চারুচরণ বন্দন। নিজস্থানে গমন করিলা সুদর্শন ॥ নন্দাদিক গোপস্নেহে মহা হৰ্ষ হৈলা । সখীসহ রামকৃষ্ণে লৈয়া গৃহে আইল ॥ দেখ শ্ৰীঅত্রর তীর্থ তীর্থশ্রেষ্ঠ হয় । সর্বত্র বিদিত কৃষ্ণপ্রিয় অতিশয় ॥ কহিব কি ফল স্নান কৈলে পূর্ণিমাতে। মুক্ত হয় সংসারে বিশেষ কাৰ্ত্তিকেতে ॥ সৰ্ব্বতীর্থে স্নান কৈলে যে ফল মিলয়। অক্ৰুরতীর্থের স্নানে তাহ প্রাপ্ত হয় । সূৰ্য্যগ্রহণেতে এ তীর্থে যে স্নান করে । রাজসূয় অশ্বমেধ ফল মিলে তারে ॥ তথাহি সৌরপুরাণে ॥