পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*२. ভক্তিরত্নাকর । [ প্রথম তরঙ্গ । চলিলা। লোকনাথ ব্রজে আসি ব্যাকুল হইলা ॥ প্রভাতে প্রয়াগ যাত্রা করিব এ মনে । স্বপ্নে প্রভু প্ৰবোধি রাখিলা বৃন্দাবনে ॥ লোকনাথ প্রভু-আজ্ঞা লঙ্ঘিতে নারিল । অজ্ঞাতরূপেতে ব্রজবনে বাস কৈল ॥ কত দিন পরে রূপ-সনাতন' সনে ৷ হইল মিলন কি আনন্দ বৃন্দাবনে ॥ শ্ৰীগোপালভট্ট আদি প্রভু-গণ যত । সব সহ যৈছে স্নেহ কে কহিবে, কত ॥ ভূগর্ত্তেতে মেহ যৈছে জগতে প্রচার। লোকনাথ সহ দেহ ভিন্নমাত্র তার ৷ প্ৰভু লোকনাথ সর্বপ্রকারে প্রবীণ। শ্ৰীমদূগোবিন্দাদি সেবা কৈল কত দিন ॥ প্রেমেতে বিহবল সদা বৈরাগ্যের সীমা । ভুবনে প্রচার যার অদ্ভুত মহিমা । হরিভক্তিবিলাসে গোসাঞি সনাতন। মঙ্গলাচরণে যে নাম গ্রহণ ॥ তথাহি ॥ কাশীশ্বরঃ কৃষ্ণবনে চকাস্তু শ্ৰীকৃষ্ণদাসশ্চ স লোকনাথঃ ॥ ঐবৈষ্ণবতোষণী-গ্রন্থের প্রথমেতে । যে নাম গ্রহণ কৈল মঙ্গলনিমিত্তে ॥ তথাহি ॥ বৃন্দাবনপ্রিয়ান বন্দে শ্ৰীগোবিন্দপদাশ্রিতান। শ্ৰীমৎকাশীশ্বরং লোকনাথং শ্ৰীকৃষ্ণদাসকং ॥ লোকনাথ ব্রজে সদা ভ্রমণ করিয়া । কৃষ্ণলীলাস্থান দেখি আনন্দিত হইয়া ॥ ছত্ৰবনপাশ্বে উমরাও নামে গ্রাম । তথা শ্ৰীকিশোরীকুণ্ড শোভা অনুপম ৷ সেই স্থানে কত দিন