পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eधंथंभ डिग्नत्र ! ] ভক্তিরত্নীকর । ২৩ রহেন নির্জনে । করিব বিগ্রহসেবা এই চেষ্টা মনে ॥ জানিলেন প্ৰভু লোকনাথ উৎকণ্ঠিত। অন্যরূপে বিগ্রহ লইয়া উপস্থিত ॥ স্ত্রীরাধাবিনোদ নাম কহি সমপিলা । সেই ক্ষণে ভেঁহ তথা অদর্শন হৈলা ॥ লোকনাথগোসাঞি চিন্তয়ে মনে মনে। কে হেন বিগ্ৰহ দিয়া গেল কোন খানে ॥ চিন্তায় ব্যাকুল লোকনাথে নিরখিয়া । শ্রীরাধাবিনোদ তথা কহেন হাসিয়া ॥ এই উমরাওগ্রামে বিপিনে বসতি। এই যে কিশোরীকুণ্ড এথা মোর স্থিতি ॥ তোমার উৎকণ্ঠ দেখি ব্যাকুল হইল। কে মোরে আনিবে মুঞি আপনি আইল । শীঘ্ৰ করি;মোরে কিছু করাও ভক্ষণ ! শুনি প্রেমধারা নেত্রে বহে অনুক্ষণ ॥ মহাস্থখে শীঘ্ৰ পাক করি ভুঞ্জাইল । পুষ্পশয্যা রচিয়া শয়ন করাইল ॥ পল্লবে বাতাস করেলেন কতক্ষণ । মনের আনন্দে কৈল পাদসম্বাহন ॥ তনু মনঃ প্রাণ প্রভুপদে সমৰ্পিলা । সে রূপমাধুর্য্যামৃত-পানে মগ্ন হৈলা ॥ শীঘ্ৰ করি এক ঝেtলা নিৰ্ম্মাণ করিল । রাধাবিনোদের যেন মন্দির হইল ॥ পরম অদ্ভূতরূপে বোলা হইল আলা। অমুক্ষণ বক্ষে রাখে যেন কণ্ঠমালা ॥ গ্রামবাসী কুটীর করিয়া দিতে চায়। বৃক্ষমূল বিনা লোকনাথে নাহি ভায় ॥ পরমবিরক্ত স্বনির্বাহ যা’তে হয় । তাহা সে গ্রহণক্রিয়া অন্যে কি বুঝয়। কত দিন রহি কুণ্ডে আইলা বৃন্দাবন । রাখিল গোস্বামী সবে করিয়া যতন ॥ কত দিন পরম আনন্দে গোঙাইল । তার পর বিচ্ছেদাগ্নি-জ্বালায় ব্যাপিল ॥ সনাতন রূপ