পঞ্চম তরঙ্গ ভক্তিরত্নাকর। ඵස (K ধানে। নিরস্তর মগ্ন কৃষ্ণকথা আলাপনে ॥ এক দিন শ্ৰীকুবের নাভীর সহিতে। বৈষ্ণবের নিন্দ শুনি চtহয়ে মরিতে ॥ কোন ভাগ্যবান দোহে দেখি মৃত্যুপ্রায় । করিলা দেtহারে স্থির কৃষ্ণের ইচ্ছায় ৷ তথাপিহ দুঃখী হৈয়া করিলা শয়ন । কিছু নিদ্ৰা হৈতে দেখে অপূৰ্ব্ব স্বপন ॥ মহা তেজোময় এক পুরুষ মৃন্দর । তপ্তহেম পৰ্ব্বত জিনিয়া কলেবর ॥ এ পুরুষ আর এক পুরুষহন্দরে । স্থমধুর বাক্য কহে ধরি দুই করে । কলিহত জীবের এ দুঃখ নিবারিতে । শীঘ্র অবতীর্ণ তুমি হও পৃথিবীতে ॥ তুমি আকৰ্ষিলে আমি রহিতে নারিব। অগ্রজের সহ শীঘ্র প্রকট হইব ॥ শুনিয়া এতেক বাক্য মহাহৰ্ষ চিতে । শুভক্ষণে প্রবেশিল নাভার গৰ্ত্তেতে ॥ ঐছে দেখি বিপ্রের আনন্দ অতিশয় । নিদ্রাভঙ্গ হৈতে হৈল ব্যাকুল হৃদয় ॥ বিপ্র মহাশাস্ত্রজ্ঞ বিচার কৈল চিতে । গুপ্তরূপে ঈশ্বরের প্রকট কলিতে ॥ ঐছে বহু মনে হৈতে হইল বিহবল ৷ পত্নীসহ নারে নিবারিতে নেত্রজল ৷ সেই দিন হৈতে নাভা হৈলt ‘গর্ভবতী । পুন নবগ্রামে গিয়া করিলেন স্থিতি ॥ তথাই প্রকট হৈল অদ্বৈত ঈশ্বর । জগতের হৈল মহা উল্লাস অন্তর অকস্মাৎ এই ধ্বনি হৈল ইহঁ। হৈতে। প্রকটিব শ্ৰীকৃষ্ণচৈতন্য পৃথিবীতে ॥ নিত্যানন্দ রামে ইহেঁ। তুরিতে আনিব । পরিকরবৃন্দ সহ সুখে বিহরিব ॥ খণ্ডিব জীবের দুঃখ চিন্তা নাই আর । ঘরে ঘরে হবে প্রেমভক্তির প্রচার ॥ সঙ্কীর্তন আনন্দসমুদ্র উথলিব । ধন্য এই কলি কেহ বঞ্চিত নহিব ॥ ঐছে নানা ধ্বনি শুনি সবে হর্ষ হয় । কুবের ভবন হৈল মঙ্গল ( రిన )
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।