পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Φ ο Φ. ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । আলয় ॥ দিনে দিনে বাঢ়ে প্রভু অদ্বৈত ঈশ্বর। দেখে ভাগ্যবন্ত লোক উল্লাস অন্তর ॥ অদ্বৈত আপনা সদা লুকাইয়া রয়। কতু শ্রীচৈতন্য ইচ্ছামতে ব্যক্ত হয় ॥ অদ্বৈতে পাইয়া নবগ্রাম বালীলোক । আনন্দে ভাসয়ে পাশরিয়া দুঃখ শোক ॥ কমলাক্ষ অদ্বৈত প্রভুর দুই নাম। অদ্বৈত বলিয়া সবে ডাকে অবিরাম ॥ অদ্বৈতের বাল্যলীলা অতি চমৎকার । দেখে ভাগ্যবন্ত ত৷ বর্ণিতে শক্তি করে ৷ শ্ৰীঅদ্বৈত সবার নেত্রের তারা প্রায় । শয়নে স্বপনে অদ্বৈতের গুণ গায় ॥ ধন্য এ সকল লোক বলি বার বার । ধন্য বঙ্গদেশ যাতে প্ৰভু অবতার ॥ প্রেম ভক্তিময় শ্ৰীকুবের মহাধীর । কহিলেন সবারে যাইব গঙ্গাতীর ॥ গ্রাম বাসি প্রিয় বন্ধুবর্গের সহিতে । আইলেন শান্তিপুরে নবগ্রাম হৈতে ॥ শান্তিপুরে কৈল বাদ প্রসন্ন হৃদয় । কভু নবদ্বীপে বন্ধুবর্গেরে মিলয় ॥ অদ্বৈত করায় যত্নে শাস্ত্র অধ্যয়ন ৷ হইল। পণ্ডিত প্রভু পতিত পাবন ॥ যদ্যপি হ মাত পিতা পুত্র তত্ত্ব জানে। বাৎসল্যে সে সব কিছু স্মৃতি নহে মনে ॥ শান্তিপুরবাসী যত পরম পণ্ডিত । অদ্বৈতের চেষ্টা দেখি সকলে বিস্মিত ॥ কেহ কহে অদ্বৈত মনুষ্য কভু নয়। মনুষ্য কি ঐছে সর্বচিত্ত আকৰ্ষয় ॥ ধন্য এ কুবের বিপ্র ঐছে পুত্র যার । ইহ হৈতে হবে বুঝি মঙ্গল সবার ॥ এইমত নানা কথা কয় সৰ্ব্বজন । হইল। অদ্বৈতচন্দ্র সবার জীবন ॥ অদ্বৈত প্রসুর ইচ্ছা কে পারে বুঝিতে। জননীজনকে সুখ দেন নানা মতে " কথোদিনে পিত। মাত হৈল। তাদর্শন । গয়া করিবারে এই করয়ে গমন ॥ গয়া ছলে সৰ্ব্বতীর্থ ভ্রমণ করিল। মাধবেন্দ্র