পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । ඵ්ණ් චූ পুীস্থানে দীক্ষা সন্ত্র নিল । তথাহি প্রাচীনৈরুক্তং ॥ প্রেমভক্তিপ্রদং শ্ৰীমন্মাধবেন্দ্রপুরপ্রিয়ং। স্ত্রীলাদ্বৈতপ্রভুং বন্দে শ্ৰীমধ্বসম্প্রদায়িনমিতি ॥ অদ্বৈতের চেষ্টা বুঝে ঐছে শক্তি করে। করয়ে ভ্রমণ প্রেমে মত্ত অনিবার ॥ ভ্ৰমিতে ভ্ৰমিতে আইলা মথুরামণ্ডলে । দেখিয়া ব্রজের শোভা আনন্দ উথলে ॥ সৰ্ব্বত্র দর্শন করি আইলা বৃন্দাবনে । এথ। ব্রজবাসিগণ রাখিলা যতনে ॥ ফল মূল দুগ্ধ কিছু করয়ে আহার । অদ্বৈতের তেজ দেখি লোকে চমৎকার ॥ প্রেমে মত্ত হৈয়া করে হুঙ্কার গজ্জন । কৃষ্ণে কি দেখিব বলি করয়ে ক্ৰন্দন ॥ এইরূপ নানা ভাব হয় ক্ষণে ক্ষণে । কৃষ্ণে আরাধয়ে এ যমুনা সন্নিধানে ॥ জানি কৃষ্ণচৈতন্যের প্রকট সময় । এখা হৈতে গৌড়দেশে করিলা বিজয় ॥ অদ্বৈত্তচন্দ্রের লীলা অমৃত সমান । তাহে শ্ৰীনিবাস এ অস্বিাদে ভাগ্যবান্‌ ! যে বট বৃক্ষের তলে অদ্বৈতের স্থিতি । সৰ্ব্বত্র হুইল . সে অদ্বৈতবট খ্যাতি ॥ এ অদ্বৈতবট দৃষ্টে সৰ্ব্বপাপ ক্ষয় । পরম দুল্লভ প্রেমভক্তি লভ্য হয় ॥ দেখ কালিন্দীর তীরে তরুলতাগণ। সদাই নবীন অতিশয় স্থশোভন ॥ এ তিন্তিড়ী বৃক্ষ পুরাতন অতিশয় । এথা রাধাকৃষ্ণ সখী সহ বিলসয় ॥ পূরব দোঙরি কৃষ্ণ চৈতন্যগোসাঞি এথা আসি বসিল। মুখের সীমা নাই ॥ এত কহিতেই প্রেমে বিহবল পণ্ডিত । শ্ৰীনিবাসে কহে গোরাচান্দের চরিত ॥ শ্ৰীগৌরসুন্দর পূর্ণব্ৰহ্ম সনাতন । নবদ্বীপনাথ কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ॥ নবদ্বীপে