পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । ميام لينا শচী জগন্নাথমিশ্ৰ-ঘরে । অবতীর্ণ হৈলা প্ৰভু অদ্বৈতহুঙ্কারে ॥ নবদ্বীপে গৌরাঙ্গের অদ্ভুত বিহার । সহস্র বদনে তাহ নারে বর্ণিবার ॥ পিতার বিয়োগ হৈলে কথোদিন পরে । লোকরীতি প্রায় আইলা গয়া করিবারে ৷ তথা শ্ৰীঈশ্বরপুরী মহাভাগ্যবান । দেখি গৌরচন্দ্রে যেন পাইলেন প্রাণ ॥ ভক্তের জীবন প্রভু শ্ৰীগৌরমুন্দর । ঈশ্বরপুরীরে কৈলা পরম আদর ॥ নিজ দীক্ষামন্ত্র তার কর্ণেতে কহিয়া। লইলেন মন্ত্র ভূমে পড়ি প্ৰণমিয়া ॥ ঈশ্বরপুরীরে গুরু করি গৌররায় । নিরন্তর ভাসে দুই নেত্রের ধারায় ৷ ভুবন পাবন বিশ্বন্তরে শিষ্য করি । প্রেমানন্দে মত্ত হৈলা শ্ৰীঈশ্বরপুরী ॥ যদি কহ জগতের গুরু গৌরচন্দ্র। র্তার গুরু অন্য এ শুনিতে লাগে ধন্দ ॥ তাহতে কহিয়ে লোক শিক্ষার কারণ । তাtপনি অtচরি ধৰ্ম্ম করয়ে স্থাপন ॥ প্রভুর এ অলৌকিক লীলা কেবা জানে। করিলেন ধন্য মাধবীলপ্তপ্রদ। তাtপনে ॥ সম্প্রদ নিবিষ্ট হৈলে কাৰ্য্যসিদ্ধি হয়। অন্যত্র দীক্ষিতে মন্ত্র নিষ্ফল নিশ্চয় ॥ শ্ৰী মাধব রুদ্র সনক সম্প্রদায় চারি। কলিতে বিদিত কহে পুরাণে বিস্তারি ॥ তথাহি পদ্মপুরাণে ॥ সম্প্রদায়বিহীন যে মন্ত্রীস্তে নিষ্ফল মতাঃ । অতঃ কলে ভবিষ্যন্তি চত্বারঃ সম্প্রদায়িনঃ ॥ ত্ৰী-মাধব-রুদ্র-সনক বৈষ্ণবtঃ ক্ষিতিপাবনাঃ । চত্বারস্তে কলে ভাব্যাঃ সম্প্রদায়প্রবর্তকাঃ ॥ ভক্তি অধিকার এ সম্প্রদ। চতুষ্টয় । সংক্ষেপে কহিয়ে সম্প্রদাখ্যা যৈছে হয় ৷ শ্ৰীকৃষ্ণচৈতন্য প্রভু বাঞ্ছাকল্পতরু !