পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর। రిసె নারায়ণরূপে হন এ সবার গুরু ॥ শ্ৰীনারায়ণের প্রিয়া, শিষ্য পুন তার। সর্বশাস্ত্রে বিস্তার অদ্ভুত ক্রিয়া যার ॥ শ্ৰীশব্দেতে লক্ষী তার শাখা, উপশাখা । হইল অনেক তাহা কে করিবে লেখা ॥ সেই গণে রামানুজ আচাৰ্য্য হইল । তাঁহা হৈতে রামানুজ সম্প্রদা চলিল। শ্ৰীলক্ষণাচার্য পূর্বে নাম তার হয়। অত্যাদরে রামানুজাচার্য্য সবে কয় ॥ নিজনামে রামানুজভাষ্য যেই কৈল । তার শাখা উপশাখা জগৎ ছাইল ॥ অহে শ্ৰীনিবাস মাধবী সম্প্রদ। বিষয়। এবে কিছু কহি আগে কহিব যে হয় ৷ শ্ৰীনারায়ণের শিষ্য ব্রহ্মা দয়াবান । জগৎ ব্যাপিল শিষ্য প্রশিষ্যাদি তান ॥ সেই গণ মধ্যেতে শ্ৰীমধ্ব শিষ্য হৈলা । প্রথমেই ব্রহ্মসূত্রভাষ্য তেহঁ কৈলা ॥ এই হেতু মধবাচাৰ্য্য নাম হৈল তার। সেই হৈতে মাধবচাৰ্য্য সম্প্রদা প্রচার ॥ শ্ৰীআনন্দ তীর্থ তার আর এক নাম । সৰ্ব্বত্র বিদিত সৰ্ব্বগুণে অনুপম ॥ তার শিষ্য প্রশিষ্য যতেক অন্ত নাই । ভক্তি প্রবর্তাইতে ব্যাপিল সৰ্ব্বঠাই ॥ শ্ৰীনারায়ণের শিষ্য রুদ্র কৃপাময় । তার শিষ্য প্রশিষ্যের অন্ত নাহি হয় ৷ বিষ্ণুস্বামী শিষ্য হইলেন সেই গণে । ভক্তিরসে মত্ত হৈলা নিজ শিষ্য সনে ॥ পরম প্রভাব বিদ্যা সকল শাস্ত্রেতে। বিষ্ণুস্বামি সম্প্রদাখ্যা হৈল তাহ হৈতে ॥ সনক সম্প্রদ। ঐছে শুন শ্ৰীনিবাস । নারায়ণ হৈতে হংসবিগ্রহ বিলাস ॥ তার শিষ্য সনকাদি চারি মহাশয় । তার শিষ্য প্রশিষ্যের লেখা নাহি হয় ৷ সেই গণ মধ্যে নিম্বাদিত্য শিষ্য হৈল । তাহ হৈতে নিম্বাদিত্য সম্প্রদ চলিল ॥ নিম্বাদিত্য