পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- ভক্তিরত্নাকর । [ প্রথম তরঙ্গ । আদি হৈলা আদর্শন। তাহাতে যে দশা তাহা না হয় বর্ণনা সনাতন-রূপগুণে কাব্দে দিবা রাতি। প্রভুর ইচ্ছাতে দেহে জীবনের স্থিতি ॥ হেনই সময়ে নরোত্তম তথা গিয়া । গুরুসেবা যথোচিত কৈলা হর্ষ হৈয়া ॥ সেবায়:প্রসন্ন হৈয়া দীক্ষামন্ত্র দিল । নরোত্তমে কৃপার অবধি প্রকাশিল ॥ স্ত্রীগোপালভট আদি যত বিজ্ঞবর। নরোত্তমে জানে সবে প্রাণের সোসর। তথা শ্ৰীঠাকুরমহাশয় নাম হৈল । শ্ৰীজীবের স্নেহ যত বৰ্ণিতে নারিল ॥ খ্ৰীনিবাস-আচাৰ্য্য মিলিলা সেই ঠাঞি । তেঁহ “যত সুখ পাইল তার অন্ত নাই ॥ শু্যামানন্দ সহ তথা হইল মিলন । কহিয়ে কিঞ্চিৎ এথা তার বিবরণ ॥ দণ্ডেশ্বরগ্রামে বাস সৰ্ব্বাংশে প্রবল। মাতা শ্ৰীদুরিকা (পিতা শ্ৰীকৃষ্ণমণ্ডল৷ সদেগাপকুলেতে শ্রেষ্ঠ অতি-সুচরিত। কৃষ্ণ সে সৰ্ব্বস্ব তার ভক্তে অতিপ্রীত ॥ শ্ৰীকৃষ্ণমণ্ডল দুরিকার গুণগণ। গ্রন্থের বাহুল্যভয়ে না হ’য়ে বর্ণন ॥ ধারেন্দা-বাহাদুরপুরেতে পূর্বস্থিতি। শিষ্টলোক কহে শ্যামানন্দজন্ম তথি ॥ কোন মতে মণ্ডলের নাহি প্রতিবন্ধ । পুত্র কন্যা গত হৈলে, হৈল শ্বামীনন্দ ॥ জন্মিলেন শু্যামানন্দ অতি-শুভক্ষণে । যে দেখে রারেক তার মহানন্দ মনে ॥ পুত্র-তেজ দেখি কৃষ্ণ কহয়ে পত্নীরে। করহ যতন যদি কৃষ্ণ রক্ষা করে ॥ গ্রামবাসী স্ত্রীগণ কহয়ে বার বার। এখন ছুখীয়া নাম রহুক ইহার ॥ মাতা পিতা দুঃখ সহ পালন করিল। এই হেতু দুখী নাম