পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর । లిలి মাল্লক্ষীপতিঃ শ্ৰীমান মাধবেন্দ্র পুরীশ্বরঃ ॥ ততঃ শ্ৰীকৃষ্ণচৈতন্যঃ প্রেম কল্পদ্রুমে ভুবি। নিমানন্দtখ্যয় যেtহসে বিখ্যাতঃ ক্ষিতিমণ্ডলে । আহে শ্ৰীনিবাস গয়া হৈতে গৌরহরি । চলিলেন ঈশ্বরপুীরে কৃপা করি ॥ পূর্বে নবদ্বীপে লুকাইলা ভক্তদ্বারে। পুন লুকাইতে চাহে লুকাইতে নারে । অল্প দিনে গৌরচন্দ্র গিয়া নদীয়ায় ৷ হইলেন ব্যক্ত প্রিয়ভক্তের ইচ্ছায় ॥ অদ্বৈতাদি প্রভুর যতেক ভক্তগণ । সপার হইল মহা প্রফুল্লিত মন ॥ যে সুখ বাঢ়িল নিত্যানন্দের মিলনে । তাহা লক্ষ মুখে বা বর্ণিব কোন জনে ॥ নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে গৌররায় । নিরন্তর সঙ্কীর্তনে মন্ত নদীয়tয় ॥ পরম অদ্ভুত কৰ্ম্ম করি দিনে দিনে। ছাড়িবেন গৃহাশ্রম করিলেন মনে ॥ জগতের নাথ গোর ভুবনমোহন । জীবে কৃপা লাগি কৈলা সন্ন্যাস গ্রহণ ॥ সন্ন্যাস করিয়া প্রভু বিহবল হইলা । নিত্যানন্দ অদ্বৈতভবনে লৈয়া গেলা ॥ সন্ন্যাদির শিরোমণি প্ৰভু গোরাচান্দে । দেখিতে ধাইল লোক স্থির নাহি বান্ধে ॥ দেবতা মনুষ্য মিলি হৈল একযোগ । অদ্বৈতভবন বেড়ে লক্ষ লক্ষ লোক ॥ হরি হরি ধ্বনি সবে করে অনিবার । স্বৰ্গ মর্ত্য পাতালেতে হৈল চমৎ কfর ॥ সন্ন্যাপির শিরোমণি শ্ৰীকৃষ্ণচৈতন্য । দর্শন দানেতে কৈল সৰ্ব্বজনে ধন্য ॥ সঙ্কীৰ্ত্তনে নৰ্ত্তন করয়ে গৌরহরি । চন্দনে ভূষিত অঙ্গ অদ্ভুত মাধুরী ॥ চতুর্দিকে প্রভুর যতেক ভক্তগণ সবে মিলি করে মহামধুর কীৰ্ত্তন ॥ নিত্যানন্দ অদ্বৈত শ্ৰীবাস গদাধর । ন ছাড়ে প্রভুর পাশ উল্লাস অন্তর ॥ ঐছুজ তুলিয়া প্রভু হরি হরি বলে । সঙ্কীর্তন আনন্দে ভাসয়ে ( 8 - )