৩১৬ ভক্তিরত্নাকর । পঞ্চম তরঙ্গ । তথাহি গীত{য়tং ৪ অধ্যায়ে ৮ শ্লোকঃ ॥ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং । ” ধৰ্ম্মসংস্থাপনার্থায় সম্ভব।মি যুগে যুগে ॥ কেহ কহে কে বুঝিবে প্রভুর বিলাস । কলিযুগ ধন্য কৈল করিয়৷ সন্ন্যাস ॥ তথাহি সহস্রনামস্তোত্রে ॥ সন্ন্যাসকৃচ্ছমঃ শাস্তে নিষ্ঠাশান্তিপরায়ণ ॥ কেহ কহে কলিতে জীবের ভাগ্য অতি । করিয়া সন্ন্যাস প্রভু নাশয়ে দুৰ্ম্মতি ॥ তথাহি উপপুরাণে ব্যাসং প্রতি শ্ৰীকৃষ্ণবাক্যং ॥ অহমেব কচিদ্ধ ক্ষন সন্ন্যাসাশ্রমমাশ্ৰিত: | হরিভক্তিং গ্রাহয়ামি কলে পাপহতামরান ॥ কেহ কহে হরিনাম মহামন্ত্রদানে । জীবের দারুণ দুঃগ খওয়ে আপলে ॥ তখ।হি ॥ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে । রাম রাম রাম হরে হরে ॥ কেহ কহে হরি কৃষ্ণ রাম নামাক্ষরে । প্রসবে অদ্ভুত অর্থ স্বাদে বিজ্ঞবরে ॥ তথাহি শ্ৰীগোপালগুরুগোস্বামিকৃত পদ্যে ॥ বিজ্ঞাপ্য ভগবত্তত্ত্বং চিদম্বনানন্দবিগ্ৰহং । হরত্যবিদ্যtং তৎকার্য্যমতো হরিরিতি স্মৃত: ॥ হরতি শ্ৰীকৃষ্ণমনঃ কৃষ্ণtহলদস্বরূপিণী । د ؟ م
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।