পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ভক্তিরত্নাকর। 3ుసి টনে। ঐছে বিচারিয়া প্রভু হাসে মনে মনে ॥ হেন কালে গ্রামে আইলা এক ন্যাসিবর। লোকে জিজ্ঞাসয়ে হাড়ো পণ্ডিতের ঘর ॥ লোকদ্বারে জানি হাড়ে ওঝা ঘরে গেলা । সন্ন্যাসিরে দেখি ওঝা মহা হৰ্ষ হৈলা ৷ সেই ক্ষণে ওঝা নানা সামগ্ৰী করিয়া । সন্ন্যাসিরে নিবেদিল ভক্ষণ লাগিয় ॥ ন্যাসী কহে বিপ্ৰ কিছু যাচিঞা করিয়ে । প্রতিশ্রুত হৈতে পারে। তবে সে ভুঞ্জিয়ে ॥ প্রতিশ্রুত হৈয়া সন্ন্যাসিরে ভুঞ্জাইল। ন্যাসী যাত্রাকালে নিত্যানন্দে মাগিনিল ॥ নিত্যানন্দচান্দ চিত্তে ধৈৰ্য্যাবলম্বিয়া ন্যাসি সঙ্গে চলে পিতা মাতা প্রবোধিয়া ॥ এইরূপে হইলেন ঘরের বাহির । এ অতি অদ্ভূত লীলা বুঝে কোন ধীর । নবীন বয়স শোভা ভুবনমোহন। যে দেখে বারেকতার জুড়ায় নয়ন ॥ যে দিকে চলয়ে নিত্যানন্দ প্রেমময় । সেই দিকে ধায় লোক অধৈৰ্য্য হৃদয় ॥ প্রভু অনুগ্রহ প্রকাশিয়া সৰ্ব্বজনে । চলে একেশ্বর মহাগজেন্দ্র গমনে ॥ দ্বাপরে করিলা যৈছে তীর্থ পৰ্য্যটন। সেইরূপ সর্ব তীর্থে করয়ে ভ্রমণ ॥ ভ্ৰমিতে ক্ষিণ গেলা পাণ্ডুর পুরেতে। তথা দেখিলেন প্ৰভু স্ত্রবিটঠল । নাথে ৷ সেই গ্রামে বৈসে এক নিরীহ ব্রাহ্মণ । শ্ৰীমাধবপুরীর সতীর্থ তেঁহো হন । নিত্যানন্দে আনি বিপ্ৰ অাপন ভবনে। ভুঞ্জায়েন ফল মূল দুগ্ধাদি যতনে ॥ পাণ্ডুরপুরের লোক মহা ভাগ্যবান । নিত্যানন্দে দেখি সবে জুড়ায় পরাণ ॥ প্রভুর যে মনোবৃত্তি তাহ কেবা জানে। ঐবিটঠলনাথে দেখি মইয়ে নির্জনে ॥ অকস্মাৎ গ্রামে সে বিপ্রের আৰ্ত্তিমতে । আইলা তার গুরু লক্ষ্মীপতি দুর হৈতে ॥” বহু শিষ্য সঙ্গে ।