পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ 1 ] ভক্তিরত্নাকর । R& প্রথমে হইল ॥ শ্ৰীঅন্নপ্রাশন চুড়াকরণ সময় । যে স্থখ হইল তাহ কহিল না হয়। কখন না যায় অন্য বালকের মেলে। ব্যাকরণ আদি পাঠ হইল অল্পকালে ॥ দিনে দিনে বাঢ়ে দেখি সবার উল্লাস। পরম অদ্ভুত চেষ্টা হইল প্রকাশ ॥ গৌর-নিত্যানন্দাদ্বৈতগণের চরিত। বৈষ্ণবের মুখে শুনে হৈয়া সাবহিত ॥ নিরন্তর সেই গুণ করয়ে কীৰ্ত্তন । নদীর প্রবাহপ্রায় বারে দু’নয়ন ॥ সদা রাধাকৃষ্ণলীলামৃত করে পান । পিতা-মাতাসেবীয় অত্যন্ত সাবধান ॥ পিতা মাতা পুত্রে যোগ্য দেখিয়া কহয় । কৃষ্ণমন্ত্রে দীক্ষা লহ যথা মনে লয় ॥ শুনিয়া দোহার বাক্য কহে যোড়হাতে । মোর প্রভু হৃদয়চৈতন্য অম্বিকাতে ॥ প্রভু-গেীরদাস-পণ্ডিতের শাখা তেঁহ। শ্ৰীকৃষ্ণচৈতন্য নিত্যানন্দ-প্রিয় যেহ ॥ তার গৃহে সাক্ষাৎ বিহরে দুই ভাই। তথা শিষ্য হই গিয়া যদি আজ্ঞা পাই ॥ যদি কহ দূরদেশে যাইবে কেমনে । ত’তে এক যুক্তি মুঞি বিচারিমু মনে ॥ দেশবাসী লোক বহু গঙ্গামীনে চলে । কোনই সন্দেহ নাই এই সঙ্গে গেলে ॥ মোরে আজ্ঞা দেহ দোহে হইয়া সদয় । মোর যত অভিলাষ যেন সিদ্ধি হয়। শুনিয়া পুত্রের বাক্য আনন্দ পাইল। প্রভুইচ্ছামতে পুত্রে অনুমতি দিল ॥ বিদায় হইয়া আইল অম্বিকানগরে । শ্রদ্ধদয়চৈতন্য দেখিয়া হৃষ্ট তার ॥ জিজ্ঞাসিলা কি নাম আইলা কি কারণে। শুনি নিবেদিল সব প্রভুর চরণে ॥ প্রহৃদয়চৈতন্যের দয়। উপজিল। দুঃখী নাম [8]