৩২২ ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ । দেবের অভিজ্ঞা লঙ্ঘিতে নারিল । সেই দিন নিত্যানন্দে দীক্ষামন্ত্র দিল ॥ দীক্ষামন্ত্ৰ দিয়া নিত্যানন্দে করি কোলে ৷ হইল। বিহবল হিয়া আনন্দে উথলে ॥ লক্ষীপতিপ্রিয় নিত্যানন্দ দয়াময় । কিবা না করিতে পারে র্যেহ স্বেচ্ছাময় ॥ বাঢ়াইলা মাধী সম্প্রদার মহানন্দ । ভকতবৎসল প্ৰভু প্রেমানন্দকন্দ ॥ তথাহি প্রচীনৈরুক্তং ॥ নিত্যানন্দপ্রভুং বন্দে শ্ৰীমল্লক্ষ্মীপতিপ্রিয়ং। শ্ৰীমাধ্বিসম্প্রদানন্দবৰ্দ্ধনং ভক্তবৎসলং ॥ লক্ষীপতিস্থানে শিষ্য হৈয়। নিত্যানন্দ । বাঢ়াইলা তার অতি অদ্ভুত আনন্দ ॥ অতি শীঘ্ৰ অন্যত্র গেলেন তথা হৈতে। প্রভুর এলীলা অন্যে না পারে বুঝিতে ॥ ব্যাকুল হইলা ন্যাসী নিতানন্দ বিনে । কারে কিছু না কহে চিন্তয়ে মনে মনে ॥ রজনীর শেষে কিছু নিদ্রা আকৰ্ষিল স্বপ্নচ্ছলে প্রভু নিত্যনন্দ দেখা দিল ॥ দেখি নিত্যানন্দে লক্ষীপতি মহাধীর । নিব|রিতে নারে দুই নয়নের নীর ॥ বলদেব মূৰ্ত্তি প্ৰভু হৈলা সেই ক্ষণে, তাহ দেখি লক্ষীপতি পড়ে শ্ৰীচরণে ॥ নেত্রজলে সিক্ত হৈয়া কহে বার বার । মোরে ভাড়াইতে এ তোমার অবতার ॥ ব্রহ্মাদি না জানে আনে নারে জানিবারে । আপনি জানাও যারে সে জানিতে পারে ॥ মো ছার মূখের কেনে কৈলা বিড়ম্বন। অনুগ্রহ কর প্রভু লইনু শরণ ॥ শ্ৰীলক্ষীপতির ঐছে বচন শ্রবণে ৷ হইলেন নিত্যানন্দ মূৰ্ত্তি সেইক্ষণে ॥ বিদ্যুতের পুঞ্জ জিনি রূপের মাধুরী। লক্ষীপতি অধৈৰ্য্য হইল৷ শোভা হেরি। নিত্যানন্দ রাম করে করুণা প্রকাশ :খ্ৰীলক্ষী
পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।