পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ । ] ভক্তিরত্নাকর । లషి లి পতির পূর্ণ কৈল অভিলাষ ॥ এ সকল অন্যে জানাইতে নিষেধিয়া । অন্তধর্ণন কৈলা প্রভু পুনঃ প্ৰবোধিয়া ॥ প্ৰভু অদর্শনে দুঃখী হৈলা লক্ষীপতি। দূরে গেল নিদ্রা দেখে পোহাইল রাতি ॥ কারে কিছু না কহে ধরিতে নারে ধৈর্য্য। সেই দিন হৈতে দশা হইল আশ্চৰ্য্য। দেখিয়া চিন্তিত হইলেন শিষ্যগণ । অকস্মাৎ লক্ষীপতি হৈল সঙ্গোপন ॥ কহিতে কি জানি লক্ষীপতির চরিত । নিত্যানন্দপ্রিয় ফেঁহ জগতে বিদিত ॥ পাণ্ডুরগ্রামীর ভক্তি কহনে না যায়। অদ্যপি প্রবল ভক্তি নিতাইর কৃপায় ॥ এথা নিত্যানন্দ প্রভু অপেন ইচ্ছায় ॥ তীর্থপৰ্য্যটন করে উল্লাস হিয়ায় ॥ কথোদিন পরে মাধবেন্দ্রের সহিতে। দেখা হৈল প্রতীচীতীর্থের সমীপেতে ॥ যে প্রেম প্রকাশ হৈল দোহার মিলনে । তাহা কে বর্ণিব যে দেখিল সেই জানে ॥ নিত্যানন্দে বন্ধুজ্ঞান করে মাধবেন্দ্র ৷ মাধবেন্দ্রে গুরু বুদ্ধি করে নিত্যানন্দ ॥ তথাহি শ্রীচৈতন্যভাগবতে আদিখণ্ডে মাধবেন্দ্রবাক্যং ॥ জানিনু কৃষ্ণের প্রেম আছে মোর প্রতি । নিত্যানন্দ হেন বন্ধু পাইনু সম্প্রতি ॥ তত্ৰৈব কবিবাক্যং ॥ মাধবেন্দ্র প্রতি নিত্যানন্দ মহাশয় । গুরুবুদ্ধি ব্যতিরিক্ত আর না করয় ॥ শ্ৰীঈশ্বরপুরী অাদি দেখি চমৎকার। নিত্যনন্দে গাঢ় রতি হইল সবার ॥ কথোদিন দোহে কৃষ্ণরসে মগ্ন হৈলা । মনের আনন্দে দিব রাত্রি গোঙাইলা ॥ নিত্যানন্দ বিদায় হইয়া পুরস্থানে। সেতুবন্ধ গেলা রামেশ্বর দরশনে।