পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిషి 8 ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । শ্ৰীমাধবপুরীশ্বরাদিক শিষ্যে লৈয়া চলিলা সরযুতীর্থে বিদায় হইয়া ॥ হৈলা মৃত্যুপ্রায় দোহে দোহার বিরহে এক কৃষ্ণ প্রেমাবেশে রক্ষা পাইলা দোহে। যদ্যপি শ্ৰীনিত্যানন্দ পরম সুধীর । ভ্ৰমিলেন সর্বত্র হইতে নারে থির ॥ কথোদিন আসি প্রভু মধুরা নগরে। বাল্যাবেশে বালক সহিত ক্রীড়া করে ॥ নিত্যানন্দ চান্দেরে বারেক দেখে যেহ । তিলাৰ্দ্ধেক সঙ্গ না ছাড়িতে পারে সেহ ॥ পরম মধুরমূৰ্ত্তি নিত্যানন্দ রায়। নিত্যনন্দে দেখিতে অসঙ্খ্য লোক ধায় ॥ নিত্যানন্দ স্থির না রহয়ে এক ঠাই । করয়ে ভ্রমণ ব্রজে মহানন্দ পাই ৷ মধ্যে মধ্যে শ্ৰীগোকুল মহাবনে যাই ॥ মদনগোপালে দেখি রহেন তথাই ॥ নন্দের আলয় দেখি কত উঠে মনে । করিয়া রোদন চলে তীর্থ পর্যটনে ॥ তথাহি শ্রীচৈতন্যভাগবতে আদিখণ্ডে ॥ গোকুলে নন্দের ঘর বসতি দেখিয়া । বিস্তর রোদন প্ৰভু করিলা বসিয়া ॥ তবে প্রভু মদনগোপালে নমস্করি। চলিলা হস্তিনাপুর পাণ্ডবের পুরী ॥ দেখিয়া সকল বন আসি বৃন্দাবনে । খেলয়ে অদ্ভুত খেলা যমুনাপুলিনে ॥ এই যে অপূর্ব বটবৃক্ষের তলাতে । ক্ষণে বৈসে ক্ষণে উঠে লোটায় ধূলাতে ॥ ক্ষণে নানা পুষ্পে বেশ করে আপনার । ক্ষণে কহে কোথা প্রাণ কানাই আমার ॥ নিত্যানন্দ ভাবাবেশে করে টলমল । অশ্রুজলে পূর্ণ দীর্ঘ নয়নযুগল ॥ ঐছে নিত্যানন্দ বৃন্দাবনেতে বিহরে । নিত্যানন্দ চেষ্ট কে বুঝিতে শক্তি ধরে ॥ জানিলেন শ্ৰীগৌরন্থন্দর নবদ্বীপে। গুপ্তরূপে বিহরি বিহরে ব্যক্তরূপে |