পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ভক্তিরত্নীকর । రిఫి(t মনে মনে হাসি নিত্যানন্দ হলধর । নিরন্তর পুলকে পূর্ণিত কলেবর ৷ হইলা অধৈৰ্য্য সে প্রভুর আকর্ষণে। নবদ্বীপে গমন করিলা এথা হনে ॥ বিংশতি বৎসর কৈলা তীর্থ পর্য্যটন। যথা যে বিলাস তাহা কে করু বর্ণন ॥ এই প্রভু শ্ৰীনিত্যানন্দের ক্রীড়াস্থান । যে করে দর্শন সে পরম ভাগ্যভান। অহে শ্ৰীনিবাস এই চীরঘাট হয় । কেহ বা চয়নঘাট ইহারে কহয় ॥ একদিন রাধাকৃষ্ণ সখীগণসনে । রাসাদি বিলাস অন্তে এথা আইলা স্নানে ॥ বস্ত্রাদিক রাখি এই নীপ বৃক্ষতলে । সূক্ষা খৰ্ব্ব বস্ত্রপরি নামিলেন জলে ॥ হইয়াছিলেন শ্রান্ত বিবিধ বিলাসে । শ্রমশাস্তি হৈল স্নিগ্ধ যমুনাপরশে ॥ বারি বিহরণে মহারঙ্গ উপজিল। সকলেই গিয়া পদ্মবনে প্রবেশিল ॥ কৃষ্ণ কোন ছলেতে আসিয়া বৃক্ষতলে । করি বস্ত্র গোপন প্রবেশে পূন জলে ॥ কত ক্ষণ জলকেলি করি উঠে তীরে । বস্ত্র না দেখিয়া সবে চিন্তিত অন্তরে ৷ কৃষ্ণ সে সময়ে অদ্ভুত শোভা হেরি ॥ দিলেন সবারে বস্ত্র পরিহাস করি ॥ শ্রমশান্তি বস্ত্র চৌর্য্যাদিক এথা হৈল। আর এইস্থানে কৃষ্ণ নানা ক্রীড়া কৈল ॥ অহে শ্ৰীনিবাস রাধাকৃষ্ণ সখীসনে । নিধুবন ক্রীড়া রত এই নিধুবনে ॥ এই কেশীতীর্থ দেখ অহে শ্ৰীনিবাস। ইহার মহিমা বহু পুরাণে প্রকাশ ॥ তথাহি আদিবারাহে ॥ গঙ্গাশতগুণং পুণ্যং যত্র কেশী নিপাতিতঃ । তত্ৰাপি চ বিশেষোহস্তি কেশিতীর্থে বস্তুদ্ধরে ॥ তস্মিন পিণ্ডপ্রদানেন গয়াপিণ্ডফলং লভেৎ ॥ .