পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম তরঙ্গ ৷ ] ७छिद्रङ्गकङ्ग । లిరి} জাগরণাদথ কুঞ্জবরে । বীক্ষিতভাস্কররুচিনিকরে । কাস্তানিদ্রাভঙ্গকরে। অপি সঙ্কলিতস্বপরিকরে ॥ মম ধীৰ্ম্মজ্জতি কংসহরে ৷ মৌলিশিখোপরি পিঞ্ছধরে ॥ ধ্রু ॥ মুহুরুল্লসিতযুবতীনিকরে । সমমনয়া বহিরনয়চরে ॥ ঘনগহনাঞ্চনি গমনপরে । তত্ৰচ বহুকৃতস্থখবিতরে ॥ আশাস্তম্ভিতবিরহগরে । ধাম্নি সনাতনশৰ্ম্মহরে ॥ ১ ॥ মহারাসবিলাসে সকল গোপিকার। কৈল মনোরথ পূর্ণ ব্রজেন্দ্রকুমার ॥ শ্রীরাসবিলাস মহাস্থখের আলয় । শুনিলে এ সব অভিলাষ পূর্ণ হয়। অহে শ্ৰীনিবাস কৃষ্ণ ভুবনমোহন। ঐরাসবিলাসি রাধিকার প্রাণধন ॥ ভুবনমোহিনী রাধা রাসবিলাসিনী। কৃষ্ণপ্রাণপ্রিয়া রমণীর শিরোমণি ॥ কৃষ্ণসুখ যাতে তাহা করয়ে সদায় । শ্রীরাধিক বিনা কৃষ্ণে অন্য নাহি ভায় ॥ শ্রীরাধিক রাধিকার সর্থীগণ সনে সদা রাসবিলাসে বিহ্বল বৃন্দাবনে ॥ এথা এক দিবস হইল মহীরঙ্গ কহিতে বাঢ়য়ে সাধ সে সব প্রসঙ্গ ॥ বৃন্দা মনে কৈল আজি বিবিধ বিধানে । দেখিব বিলাস রাই কাণু সখীসনে ॥ এই হেতু বৃন্দা লৈয়া অনুচরীগণ। রাসলীলারম্ভের করয়ে আয়োজন ॥ মৃত্যস্থলী বিরচয়ে যে সব বিধানে । সে সকল ভেদ নাট্যশাস্ত্রেও না জানে ॥ যৈছে চন্দ্রকিরণ নিৰ্ম্মল উজিয়ার । তৈছে নৃত্যস্থলী শুভ্ৰ শোভা চমৎকার ॥ এই কুঞ্জালয়ের অঙ্গণ পরিসরে ॥ চন্দ্রের কিরণ কি অদ্ভুত শোভা করে। চতুদিকে শুভ্ৰ পুষ্পাসন সৰ্ব্বোপরি । মধ্যে শুভ্র সিংহাসন রাখে যত্ন করি ॥ তাম্বুল বাটিকা রত্নসম্পুটে রাখয়। যাহার সৌগন্ধ সর্বচিত্ত আকৰ্ষয়।