পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరిగి ভক্তিরত্নীকর । [ পঞ্চম তরঙ্গ । নানা পুষ্পভূষা আদি অনেক প্রকার। স্থগন্ধি চন্দন আদি লেখা নাই তার ॥ লক্ষ লক্ষ চামর শোভায় চিত্ত হরে। - মৃদঙ্গাদি নানা যন্ত্র রাখে থরে থরে ॥ শুক কোকিলাদি পক্ষে করয়ে আদেশ । গাও কৃষ্ণ রাধিকার চরিত্র অশেষ ॥ ময়ুরগণেরে কহে নৃত্য করিবার। নিদেশে ভ্রমরগণে করিতে ঝঙ্কার । হেনই সময়ে সে বৃন্দার অনুচরী । শ্ৰীবৃন্দাদেবীর প্রতি কহে ধীরি ধরি । দুহু গতি বিলম্বে চিন্তিত হৈয়া তুমি। মোরে আজ্ঞা কৈলা তথা গিয়া ছিনু আমি ॥ পৌর্ণমাসী উপদেশে কৃষ্ণ হর্ষ হৈয়া । পুষ্পবনে ছিল রাই পথ নিরখিয়া ॥ শ্রীরাধিক গৃহ হৈতে আসি সখীসনে। মিলিলেন কৃষ্ণ এই পুষ্পের কাননে ॥ দোহার মিলনে পৌর্ণমাসী হর্ষ হৈলা । তোমার যে ক্রিয়া তাহ দোহে জানাইলা । এত কহিতেই হৈল র্দোহার গমন । কিবা পাদপদ্মের বিন্যাস মনোরম ৷ দোহেঁ দোহঁ। নিরখিয়া ॥ কহিতে সে শোভার অবধি নাহি হয় । নিরখিতে নয়ন নিমিষ দূরে রয় ॥ দুহু রূপছটা আলো করে ত্রিভুবন। সজল জলদঘট দামিনীদমন ॥ ললিতাদি সখী স্থবেষ্টিত শোভা অতি। ঝলমল করে সে সবার অঙ্গদ্যুতি ॥ অদ্ভুত ভঙ্গিতে চলে কুঞ্জের মাঝার । মন্দ মন্দ নূপুরের ধ্বনি অনিবার ॥ রাই কাণু সখীসহ কুঞ্জে প্রবেশিয়া । বৃন্দা বিরচিত শোভা দেখে হর্ষ হৈয়া ॥ দোহেঁ হাসি বৈসে সে বিচিত্র সিংহসনে । চতুর্দিকে সখীহুখে আপন না জানে ॥ লক্ষ লক্ষ দাসী করে চামর ব্যজন । শুক কোকিলাদি গায় দুহু গুণগণ ॥ ইমধুর বাদ্যপ্রায় ভ্রমর গুপ্তরে। চতুর্দিকে ময়ুর ময়ুরী নৃত্য