পাতা:ভক্তিরত্নাকর.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম তরঙ্গ। ] ভক্তিরত্নাকর। 을 সব নাম কন্দে নিরন্তর ॥ প্রভুকে প্রার্থনা পুনঃ করে বারে বারে। গোঁড়মণ্ডল কৃপা করুন আমারে। মহান্তের মনেবৃত্তি বুঝে কোন জন । প্রসঙ্গে কহিয়ে গৌড়প্রার্থনা কারণ ॥ ত্ৰগোঁড়মণ্ডল-চিন্তামণি সবে কয় । গোঁড়কৃপা হৈতে সৰ্ব্ববাঞ্ছা-সিদ্ধি হয় ॥ তথাহি গীতে ॥ - গৌরাঙ্গের দুটি পদ, যার ধনসম্পদ, সে জানে ভকতিরস সার । গৌরাঙ্গ-মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নিৰ্ম্মল ভেল তার ॥ যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়, তার মুঞি যাঙ বলিহারি। গৌরাঙ্গগুণেতে ঝুরে, নিতালীলা তারে স্বরে, সে জন ভকতি অধিকারী ॥ গৌরাঙ্গের সঙ্গিগণে, নিত্যসিদ্ধ করি জানে, সে যায় ব্রজেন্দ্রস্থতপাশ । শ্ৰীগৌড়মণ্ডলভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস ॥ গৌরপ্রেম-রসাণবে, সে তরঙ্গে যেব। ডুবে, সে রাধামাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলি ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ ॥ ১ ॥ ঐছে বহু মহান্ত গৌড়ের গুণগায় । শু্যামানন্দ গৌড়ভূমি সতত ধেয়ায় ॥ প্রভু-আজ্ঞামতে অতি উৎকণ্ঠিত মন । বহু তীর্থ দেখি শীঘ্ৰ গেলা বৃন্দাবন ॥ বৃন্দাবনে গিয়া করে অপূৰ্ব্ব সাধন। দেখিতেই সবার জুড়ায় নেত্ৰ মন ॥ শু্যামসুন্দরের মহানন্দ জন্মাইল। শু্যামানন্দ নাম পুনঃ বৃন্দাবনে হৈল। শ্রীজীবগোস্ব{ণা চারু চেষ্টা নিরখিয়া। পড়াইল ভক্তি